1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লি মেট্রো কার্বন ক্রেডিট পাওয়া প্রথম রেলব্যবস্থা

৩০ সেপ্টেম্বর ২০১১

নতুন দিল্লির মেট্রো রেল বিশ্বের প্রথম রেলওয়ে নেটওয়ার্ক হিসেবে সম্প্রতি জাতিসংঘের কার্বন ক্রেডিট অর্জন করেছে৷ ফলে এখন থেকে প্রতি বছর সাড়ে নয় মিলিয়ন ডলার পাবে দিল্লি মেট্রো৷ আগামী সাত বছর পর্যন্ত পাওয়া যাবে এই টাকা৷

https://p.dw.com/p/12irt
দিল্লি মেট্রোতে চলাচলছবি: AP

দিল্লিতে ১৯৯২ সালে চালু হয় মেট্রো রেল৷ প্রতিদিন প্রায় ১৮ লক্ষ মানুষ যাতায়াত করে এতে৷ অর্থাৎ যদি মেট্রো না থাকতো তাহলে তারা চড়তেন বাসে বা ব্যবহার করতেন এমন কোনো যান যেটা পরিবেশে কার্বন ডাই অক্সাইড ছড়ায়৷ কিন্তু মেট্রো রেল যেহেতু পরিবেশের ক্ষতি করেনা তার মানে হচ্ছে ঐ সংখ্যক মানুষ প্রতিদিন পরিবেশ বান্ধবভাবে চলাচল করছে৷ আর মেট্রো রেলের কারণে এটা সম্ভব হওয়ায় তাদেরকে কার্বন ক্রেডিট দিচ্ছে জাতিসংঘ৷

পরিসংখ্যান বলছে, একজন মানুষ যদি মেট্রোতে না চড়ে বাসে ১০ কিলোমিটার যেত তাহলে বায়ুমণ্ডলে ১০০ গ্রাম সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়তো৷ সে হিসেবে দিল্লি মেট্রোর কারণে প্রতিবছর প্রায় সাড়ে ছয় লক্ষ টন কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ছেনা৷ অর্থাৎ দূষণের হাত থেকে রেহাই পাচ্ছে পরিবেশ৷ এরই পুরস্কার হিসেবে কার্বন ক্রেডিট পেতে যাচ্ছে দিল্লি মেট্রো৷

কিন্তু কী এই ‘কার্বন ক্রেডিট'?

২০০৫ সালে যখন কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় তখন তাতে অন্তর্ভুক্ত হয় নতুন এই শব্দটি৷ কয়েকটি শিল্পোন্নত দেশ এর প্রস্তাবক৷ এর মাধ্যমে উন্নয়নশীল দেশের যেসব প্রকল্প কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য গ্রিনহাউস গ্যাস কমাতে সহায়তা করবে তাদেরকে অর্থ সাহায্য দেয়ার কথা বলা হয়েছে৷ আর এই অর্থ দেবে শিল্পোন্নত দেশগুলো৷ কেননা তারাই বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বেশি নির্গমন করে থাকে৷ শিল্প কারখানার আধিক্য ও জীবনযাপন প্রণালীর কারণে এটা হয়ে থাকে৷ কিন্তু তাদের কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশ সহ উন্নয়নশীল বেশ কিছু দেশকে৷

এই সমস্যার সমাধানে শিল্পোন্নত দেশগুলো কার্বন বাণিজ্যের প্রস্তাব দেয়৷ ফলে অর্থের বিনিময়ে তারা গ্রিনহাউস গ্যাস নির্গমনের অনুমতি পেয়ে যায়৷ আর এই অর্থ সঠিকভাবে বিতরণের জন্য গঠন করা হয় ক্লিন ডেভেলপমেন্ট ম্যাকানিজম বা সিডিএম নামে জাতিসংঘের অধীনে পরিচালিত একটি স্কিম৷

NO FLASH Logistik U-Bahn fährt in Flugzeug
দিল্লি মেট্রোতে ব্যবহারের জন্য জার্মানির লাইপশিস থেকে একটি ট্রেনের বগি বিমানে করে নিয়ে যাওয়ার প্রস্তুতিছবি: picture-alliance/dpa

বর্তমানে এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের অনেক দেশ নানা ধরনের সিডিএম প্রকল্প বাস্তবায়ন করছে৷ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক প্রকল্প রয়েছে যারা সিডিএম থেকে অর্থ সাহায্য পাচ্ছে৷ এবার দিল্লি মেট্রো সেই তালিকায় নাম লেখালো৷ জাতিসংঘ বলছে মেট্রোতে যদি যাত্রীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে অর্থ সাহায্যের পরিমাণও বাড়বে৷

ভারত ছাড়াও চীন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের বেশ কিছু প্রকল্প সিডিএম'এর অর্থ সাহায্য পেয়ে থাকে৷ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের নাম এই তালিকায় দেখা যাচ্ছে না৷

অবশ্য কড়া নিয়মনীতির কারণে সিডিএম থেকে সাহায্য পাওয়া কিছুটা কঠিন৷ যেমন অনেক দিন ধরে চেষ্টা করে দিল্লি মেট্রো অবশেষে সেটা পেয়েছে৷ দিল্লি মেট্রোর ব্যবস্থাপক কোম্পানি ডিএমআরসি বলছে, মেট্রো থাকা আর না থাকার কারণে যে বায়ুমণ্ডলে কী পরিমাণ কার্বন ডাই অক্সাইড কম ছড়াচ্ছে সেটার তথ্য প্রমাণ দেয়াটা কঠিন হয়ে পড়েছিল৷ অবশেষে এক অভিনব উপায় বের করে সিডিএমকে সেটা বোঝাতে হয়েছে৷

জাতিসংঘও স্বীকার করছে সিডিএম'এর এই কঠোর নীতির কথা৷ এক বিবৃতিতে তারা বলেছে, কার্বন নির্গমন কমেছে এই প্রমাণ দেয়া এতো জটিল যে, বিশ্বের আর কোনো মেট্রোর পক্ষে কার্বন ক্রেডিট পাওয়া সম্ভব হতনা৷

ডিএমআরসি বলছে তাদের কারণে দিল্লির রাস্তায় প্রতিদিন প্রায় ৯১ হাজার গাড়ি কম চলছে৷ শহরের বেশ কিছু জনবহুল অঞ্চল দিয়ে বয়ে গেছে মেট্রো৷ ফলে শহরের যানজট কমাতেও সেটা সহায়তা করছে৷ মেট্রোর বেশ কিছু অংশ রয়েছে মাটির নীচে আর কিছু রয়েছে এলিভেটেড হয়ে মানে ভূমি থেকে উপরে৷

দিল্লির মতো সমস্যা ঢাকা শহরেও রয়েছে৷ তাই সেখানেও যদি মেট্রো ব্যবস্থা চালু করা যায় তাহলে একদিকে যেমন যানজট কমবে তেমনি বায়ু দূষণের হারও কমবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন