1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লিতে মহরম, গণেশ পুজো বাড়িতেই

১৭ আগস্ট ২০২০

করোনার কারণে দিল্লিতে এ বার মহরমের তাজিয়া বের করা যাবে না। গণেশ পুজোও প্রকাশ্যে করা চলবে না।

https://p.dw.com/p/3h4aj
ছবি: Imago/Hindustan Times

আগামী ২২ অগাস্ট গণপতি উৎসব বা গণেশ পুজো। মহরম হতে পারে অগাস্টের শেষে। দিল্লিতে প্রকাশ্যে এই দুই উৎসব পালন করা যাবে না। করোনার কারণে এই নিষেধাজ্ঞা। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে। গণেশ পুজো ও মহরম বাড়িতেই পালন করতে হবে।

সরকারি নির্দেশে বলা হয়েছে, গণেশ চতুর্দশী উৎসবে প্যান্ডেল খাটিয়ে জনস্থানে গণেশ পুজো করা যাবে না। কোনোরকম শোভাযাত্রা করার অনুমতিও দেয়া হবে না। করোনার সময়ে লোককে বাড়িতে উৎসব পালন করতে বলা হচ্ছে। 

একইরকমভাবে সরকারি নির্দেশে জানানো হয়েছে. মহরমের সময় কোনো তাজিয়া বা শোভাযাত্রা করা যাবে না। করোনার কারণেই সকলকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন ঘরে থেকে মহরম পালন করেন।

দিল্লি সহ সারা দেশেই এখন মন্দির, মসজিদ, গির্জা সহ সব ধর্মস্থান খোলার অনুমতি দেয়া হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে লোকে যেতে পারছেন। পুজো বা উপাসনা করতে পারছেন। কিন্তু দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বক্তব্য, আনলক ৩-এর যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা অনুসরণ করেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রকাশ্যে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কোনো সমাবেশ, জমায়েত, মিছিল করা যাবে না। 

দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, গণেশ চতুর্থীর সময় প্রকাশ্যে বড় পুজো, জমায়েত করলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

করোনার কারণে এ বার বাড়িতেই ঈদ পালন করতে হয়েছে। পহেলা বৈশাখ ও পঁচিশে বৈশাাখের অনুষ্ঠানও হয়নি। দিন কয়েক আগে ২২শে শ্রাবণে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের অনুষ্ঠানও হয়নি। এই সব অনুষ্ঠান হয়েছে অনলাইনে। বড় পুজোর মধ্যে এই প্রথম প্রকাশ্যে গণপতি উৎসবের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হলো। সেই সঙ্গে নিষেধাজ্ঞা জারি হলো মহরমের তাজিয়া বের করার ক্ষেত্রেও।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)