1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুবাইয়ের ভ্যাকসিন ছুটির খবরটা গুজব

১৮ মার্চ ২০২১

ব্রিটেনের একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল, দুবাইয়ে বিশেষ প্যাকেজে বেড়াতে গেলে পর্যটকেরা করোনা ভ্যাকসিন দিতে পারবেন৷ তবে ট্র্যাভেল এজেন্টরা বলছেন, খবরটি ঠিক নয়৷

https://p.dw.com/p/3qo11
Dubai Wegweiser Impfzentrum
ছবি: KARIM SAHIB/AFP/Getty Images

অবশ্য একাধিক ট্র্যাভেল এজেন্সির সঙ্গে কথা বলে ডয়চে ভেলে জানতে পেরেছে, আমীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এমন ব্যক্তি ভবিষ্যতে এ সুযোগ পেতেও পারেন৷

ব্রিটেনের কয়েকটি সংবাদ মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে জার্মানির এক ট্র্যাভেল এজেন্ট ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা মিডিয়া হাইপ৷ দুবাইতে কোনো ভ্যাকসিন ট্যুরিজম নেই- অন্তত এখন পর্যন্ত নেই৷’’ একই বিষয়ে দুবাইয়ের এক ট্যুরিজম অপারেটরের বক্তব্য, ‘‘এখানে শুধু আমীরাতের অধিবাসীরাই টিকা নিতে পারবেন৷’’ কোনো পর্যটক দুবাইতে গিয়ে টিকা নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি দাবি করেন, এ বিষয়ে তার কিছু জানা নেই, তাই প্রয়োজনীয় তথ্যের জন্য স্বাস্থ্য বিষয়ক রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি৷

গত ডিসেম্বরে দুবাইতেকরোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে এক কোটি নাগরিকের শতকরা ৬০ ভাগকেই টিকা দেয়া হয়েছে৷

দুবাইয়ে কর্মরত জার্মান ট্যাভেল অপারেটর ওলাফ ফে মনে করেন, সব নাগরিককে টিকাদেয়ার পর সরকার ভ্যাকসিন ট্যুরিজমের বিষয়টি বিবেচনায় নিলে মন্দ হবে না৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে পত্রিকাকে তিনি বলেন, ‘‘দুবাইয়ের সব নাগরিককে টিকা দেয়া শেষ হলে পরিস্থিতি বদলে যাবে৷ কর্তৃপক্ষ স্মার্ট হলে তখন পর্যটনকে চাঙা করার কাজে ভ্যাকসিনকে ব্যবহার করতেই পারে৷’’

ক্যাথরি শ্যার, গাসিয়া ওহানেস/এসিবি