1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্যোগ থেকে বাঁচাতে পারে গাছ

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৩০ অক্টোবর ২০১৭

ঘূর্ণিঝড় আইলার সময় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য অনেকাংশে রুখে দিয়েছিল ঝড়ের প্রকোপ৷ সেখান থেকেই শিক্ষা নিয়েছিলেন বৈদেহী সেনগুপ্ত এবং প্রণবেশ মাইতি৷ গত কয়েক বছরে ওঁরা হাজারখানেক গাছের চারা লাগিয়েছেন ওই অঞ্চলের মাটির বাঁধের ধারে৷

https://p.dw.com/p/2mjJa

অবশ্য তার আগেই ওঁরা দু’জনে ঠিক করেছিলেন, নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ব্যবহারিক কাজে প্রয়োগ করবেন৷ তাই ‘‌ইকোলজি’‌, অর্থাৎ, বাস্তুতন্ত্র নিয়ে কাজ শুরু করেছিলেন ওঁরা, আইলা-বিধ্বস্ত সুন্দরবনে৷ পাশাপাশি স্থানীয় মানুষদের শিখিয়েছেন পরিবেশের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব৷ বুঝিয়েছেন, সবসময় জঙ্গল হাসিল করে আবাদ গড়াটাই কাজের কথা নয়, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ারও ব্যবস্থা রাখতে হবে এবং একমাত্র প্রকৃতিই পারে সেই রক্ষাকবচ গড়ে তুলতে৷