1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নকলে বাধা দেয়ায় শিক্ষককে মারধর!

১৬ মে ২০১৯

পরীক্ষার হলে নকল করতে দেননি শিক্ষক৷ আর তাতে ক্ষিপ্ত হয়ে সেই শিক্ষককে মারধর করেছেন সেই শিক্ষার্থী৷ এরকম এক ভিডিও অনেকেই শেয়ার করেছেন ফেসবুকে৷

https://p.dw.com/p/3IaNz
প্রতীকী ছবিছবি: Imago/photothek/U. Grabowsky

ঘটনা পাবনার শহীদ বুলবুল কলেজের৷ সেখানে এইচএসসি পরীক্ষা চলাকালে ডিউটি করেছিলেন প্রভাষক মাসুদুর রহমান৷ ৬ মে পরীক্ষা চলাকালে তিনি দুই শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় হাতেনাতে ধরে ফেলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন৷

সেই ঘটনায় ক্ষিপ্ত শিক্ষার্থীরা গত ১২ মে শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে৷ ইতোমধ্যে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷ অনেকেই শিক্ষকের গায়ে হাত তোলার তীব্র সমালোচনা করেছেন৷ মো. শিহাবুর রহমান নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘‘(এই ঘটনা) জাতির জন্য লজ্জাজনক৷ অবিল‌ম্বে অপরাধী‌দের শা‌স্তি নি‌শ্চিত কর‌তে হ‌বে৷’’

এদিকে, শিক্ষকের উপর হামলাকারীরা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম৷ বাংলাদেশে ডয়চে ভেলের পার্টনার বাংলা ট্রিবিউন লিখেছে, ‘‘অভিযোগ রয়েছে অসদুপায় অবলম্বন করা ওই দুই শিক্ষার্থী পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের ছাত্রলীগের সভাপতি জুন্নুনের কর্মী৷ সিসিটিভির ফুটেজে হামলার সময় জুন্নুনকেও ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে৷’’

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান