1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজরুলের জন্মভূমিতে বাংলাদেশের পড়ুয়ারা

পায়েল সামন্ত কলকাতা
২০ জুন ২০১৯

নজরুলসংগীত নিয়ে ভারতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশের পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে এর মধ্যেই ভর্তির জন্য আবেদন জানিয়েছেন তারা। শুধু নজরুলের গান নিয়ে স্নাতক স্তরে সেখানে অনার্স পড়ানো হবে।

https://p.dw.com/p/3KlfK
Indien Ärzte im NRS Krankenhaus in Kalkutta
ছবি: DW/P. Mani

দুই বাংলার মধ্যে মিলনের যোগসূত্র কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, বাংলার অন্যতম সঙ্গীতকারও বটে। কেবল বিদ্রোহী চেতনা নয়, প্রেম, প্রকৃতি, ভক্তির বিপুল পরিসরে তাঁর সঙ্গীত প্রতিভা ছড়িয়ে রয়েছে। এটাই হয়ে উঠছে বর্তমানে উচ্চশিক্ষার বিষয়। নজরুলের জন্মস্থান, চুরুলিয়ার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীন তিনটি কলেজে স্নাতক স্তরে সাম্মানিক বিষয় হিসেবে পড়ানো হচ্ছে নজরুলগীতি।

পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান— রানিগঞ্জের ত্রিবেণীদেবী ভালোটিয়া কলেজ, দুর্গাপুর মাইকেল মধুসূদন দত্ত কলেজ ও রানিগঞ্জ গার্লস কলেজে এই বিষয়ে অনার্স পড়ানো হবে। এই তিনটি কলেজ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীন। কবি রচিত গীতি, কবিতা ও সুরের নানা দিক উঠে আসবে পাঠ্যক্রমের বিষয় হিসেবে। পাঠক বা শ্রোতারা দশকের পর দশক ধরে যে সৃষ্টিতে মুগ্ধ, সে সম্পর্কে গভীর অধ্যয়নের সুযোগ পাচ্ছেন ছাত্রছাত্রীরা। শুধু সাঙ্গীতিক গুণমান বিচারই নয়, সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে নজরুলের গানকে দেখার চেষ্টা করা হবে সেখানে। চরম প্রতিকূলতার বিরুদ্ধে তাঁর লড়াই, চড়াই-উতরাই পেরিয়ে সৃষ্টিশীল জীবন আলোচনায় উঠে আসবে।

পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কাছে তো বটেই, বাংলাদেশের পড়ুয়াদের সামনে এই পাঠ্যক্রম নজরুলকে গভীরভাবে অধ্যয়ন করার সুযোগ এনে দিচ্ছে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ সুবল দে ডয়চে ভেলেকে বলেন, "বাংলাদেশের দুজন পড়ুয়া ইতিমধ্যেই আইসিসিআর-এর মাধ্যমে এই কোর্সে পড়ার জন্য আবেদন করেছেন। আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস) বিদেশের ছাত্রছাত্রীদের ভারতে পড়াশোনার বিষয়টি বিবেচনা করে। আবেদন অনুযায়ী তাঁদের ভর্তি ব্যবস্থা করা হয়েছে।”

ছবি দে

বাংলাদেশের ছাত্রীরা রানিগঞ্জ গার্লস কলেজে পড়ার সুয়োগ পেয়েছেন। এই কলেজের অধ্যক্ষা ছবি দে ডয়চে ভেলেকে বলেন, "ছাত্রীদের ভর্তি নেওয়া হয়েছে। তারা যেহেতু মেয়ে, নিরাপত্তার কথাটাও মাথায় রাখতে হবে। ওদের জন্য কলেজের হোস্টেল বরাদ্দ করা হয়েছে। এখানকার পড়ুয়ারাও রয়েছে। ১০ অগস্ট থেকে নজরুলগীতি অনার্সের ক্লাস শুরু হবে।”

সাহিত্য বা বিজ্ঞানের মতো বিষয়ে বহু বছর ধরে এই কলেজে অনার্স পড়ানো হচ্ছে। কিন্তু, এমন নতুন একটি বিষয়ে অনার্সে উচ্চশিক্ষার ব্যবস্থা করা সহজ নয়। এ ব্যাপারে ছবি দে-র বক্তব্য, "এমন অনেক বিষয়ই আছে, যার পাঠ্যপুস্তক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি অনুযায়ী হুবহু পাওয়া সম্ভব নয়। রেফারেন্স বা সহায়ক বই পড়তেই হয়। নজরুলগীতির ক্ষেত্রেও তাই হবে। কলেজের শিক্ষকরা পড়ুয়াদের সাহায্য করবেন। এখন ইন্টারনেট থেকে সংগ্রহ করার সুযোগ আছে। রিসোর্সের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেটা আমরা দেখব।”

বাংলাদেশের গুণীজনেরা ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা চুরুলিয়ায় কবির জন্মভিটেয় এসেছিলেন। তখনই ওপার বাংলার শিক্ষাবিদরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ জন্য সাধুবাদ দেন। তবে এই পাঠ্যক্রমে আরও সাড়া মিলবে, এমনটাই আশা করেছিল বিশ্ববিদ্যালয়। ত্রিবেণীদেবী ভালোটিয়া কলেজের অধ্যক্ষ আশিস দে ডয়চে ভেলেকে বলেন, "ছাত্রছাত্রীরা ভাবে কোনও একটি বিষয়ে পড়াশোনা করার পর চাকরির সুযোগ কতটা থাকবে। বিষয় নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় সেটা বড় হয়ে ওঠে। তবে এটা নতুন বিষয়, ধীরে ধীরে সাড়া মিলবে।” একই রকম আশাবাদী রেজিস্ট্রার ও অধ্যক্ষা। তবে এর থেকে বেশি গুরুত্ব পাচ্ছে নজরুলের জীবনদর্শন নিয়ে অধ্যয়নের প্রয়োজনীয়তা। ভেদাভেদের রাজনীতি যখন ভারতে মাথাচাড়া দিচ্ছে, সেই সময় তার এই ভূমিপুত্রকে জানা ও বোঝার গুরুত্ব অনেকটাই বেশি। ছবি দে বলেন, "নয়া পাঠ্যক্রম নজরুল ভাবনাকে ছড়িয়ে দেবে। এই অঞ্চলের ছাত্রীদের মধ্যে নাচগানে যে আগ্রহ রয়েছে, তা আরও বিকশিত করার সুযোগ থাকবে।”

স্বাগতালক্ষী দাশগুপ্ত

স্নাতক স্তরের সিলেবাসে নজরুলগীতির অন্তর্ভুক্তি ছাত্রছাত্রীদের নজরুলকে জানতে বেশি উৎসাহী করবে, এমনটাই মত বিশিষ্ট সঙ্গীতশিস্পী স্বাগতালক্ষী দাশগুপ্তের। তিনি ডয়চে ভেলেকে বলেন, "সাধারণ শ্রোতার থেকে একজন নজরুলগীতির পড়ুয়া নজরুলের গানকে আরও ব্যাপক আকারে জানার সুযোগ পাবে। সেখান থেকেই গান আরও বৃহৎ পরিসরে পৌঁছতে পারবে। এর থেকে ভালো খবর আর হয় না। তাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাজকে সাধুবাদ জানাই।"

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য