1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারকেল সংকটের বিরুদ্ধে লড়তে শ্রীলঙ্কায় নারকেল গাছ কাটা নিষিদ্ধ

২২ ডিসেম্বর ২০১০

শ্রীলঙ্কায় প্রতিদিনের খাবারের মেনুতেই থাকে নারকেল৷ কিন্তু এই দ্বীপ রাষ্ট্রটিতে শেষ পর্যন্ত নারকেলেরই ঘাটতি দেখা দিয়েছে৷ আর এই ঘাটতি দূর করার জন্যেই শ্রীলঙ্কা সরকার নারকেল গাছ কাটা নিষিদ্ধ করেছে৷

https://p.dw.com/p/zoDC
নারকেলের সংকটে শ্রীলঙ্কাছবি: AP

নারকেলের ঘাটতির কারণে প্রথমবারের মতো নারকেল আমদানির নির্দেশ দেওয়া হয়েছে৷ দেশের নারকেল উন্নয়ন মন্ত্রী জগৎ পুষ্পকুমারা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে নারকেলের উৎপাদন কমতে থাকার কারণে স্থানীয় উৎপাদন বাড়াতেই সরকার নারকেল গাছ কাটা নিষিদ্ধ করেছে৷ মন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবেই আমরা নারকেল গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছি৷

BdT Laos Elefant Festival
দেখা দিচ্ছে নারকেল ঘাটতিছবি: AP

শ্রীলঙ্কায় জাতীয় খাবারের মেনুতে নারকেল এমনই এক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে যে অতীতে একবার নারকেলের ঘাটতি রাজনীতিতেও প্রভাব ফেলেছিল৷ এবং শুধু তাই নয়, সরকার পতনের জন্যেও নারকেলের ঘাটতিকে দায়ী করা হয়েছিল৷

গত সপ্তাহে সরকার রাষ্ট্রনিয়ন্ত্রিত স্টোরগুলোতে একেকটি নারকেলের খুচরা সর্বোচ্চ মূল্য বেঁধে দেয় ৩০ সিংহলি রুপী৷ কিন্তু তারপরেই অতি দ্রুত সব নারকেল বিক্রি হয়ে যায় এবং পরে তা দ্বিগুন দামে কালো বাজারে বিক্রি করা হয়৷ শিল্প মন্ত্রণালয় এরই মধ্যে ভারত থেকে নারকেল আমদানির নির্দেশ দিয়েছে৷ ঐতিহ্যগতভাবে চা এবং রাবারের পরেই নারকেল শ্রীলঙ্কার প্রধান রপ্তানি পণ্য৷ কিন্তু আবাসন প্রকল্পের জন্য নারকেল চাষের জায়গা নিয়ে নেওয়া এবং নারকেলের ব্যবহার অনেক বেড়ে যাওয়ার কারণে দেশটিতে এই মারাত্মক নারকেল সংকটের সৃষ্টি হয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক