1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আবার ভূমিকম্প

১৩ জুন ২০১১

পর পর ৫ বার ভূমিকম্প সত্ত্বেও শহরে কারো মৃত্যু হয় নি বলে এখনো পর্যন্ত জানা গেছে৷ ১০ জন সামান্য আহত হয়েছে৷

https://p.dw.com/p/11ZFZ
Neuseeland, new zealand, earthquake
নিউজিল্যান্ডে আবারো ভূমিকম্পছবি: AP

স্থানীয় সময় রাত ২:২০ মিনিটে সবচেয়ে জোরালো ভূমিকম্প অনুভূত হয়, রিশটার স্কেলে যার তীব্রতা ছিল ৬৷ তবে রাত ১টার সময় ৫.৫ মাত্রার যে ভূমিকম্প হয়, তার ফলেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে৷ প্রায় সঙ্গে সঙ্গে বাড়িঘর থেকে মানুষ পথে বেরিয়ে পড়ে৷ ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত একটি গির্জা থেকে ২ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে৷ শহরের মেয়র বব পার্কার বলেন, শহরের আকাশে ধুলার মেঘ ছেয়ে গেছে৷ প্রায় ৫০,০০০ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ রাস্তাঘাট সহ শহরের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে৷

Flash-Galerie Erdbeben in Neuseeland Christchurch
ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত একটি গির্জা থেকে ২ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছেছবি: dapd

গত বছর ৪ঠা সেপ্টেম্বর ক্রাইস্টচার্চে ৭.১ মাত্রার এক ভূমিকম্প হওয়া সত্ত্বেও হতাহতের তেমন কোনো ঘটনা ঘটে নি৷ তারপর প্রায় ৪ মাস আগে ভয়াবহ ভূমিকম্পে ১৮১ জনের মৃত্যু ঘটেছিল৷ শহরের কেন্দ্রস্থল প্রায় মাটিতে মিশে গিয়েছিল৷ সেবার রিশটার স্কেলে তীব্রতা ছিল ৬.৩৷ স্থানীয় ভূমিকম্প বিশেষজ্ঞরা সেই ভূমিকম্পের পর আরও কম্পনের আশঙ্কার কথা বলেছিলেন৷ ফলে গোটা অঞ্চলে আরও কম্পনের আশঙ্কা থেকেই যাচ্ছে৷ জিএনএস ইন্সটিটিউট'এর কর্মকর্তা কেলভিন বেরিম্যান বলেন, আগামী কয়েক দিন ও কয়েক সপ্তাহের মধ্যে ৪ থেকে ৫ মাত্রার আরও ভূমিকম্প হতে পারে৷

Erdbeben in Neuseeland Christchurch
স্থানীয় ভূমিকম্প বিশেষজ্ঞরা সেই ভূমিকম্পের পর আরও কম্পনের আশঙ্কার কথা বলেছিলেনছবি: dapd
Flash-Galerie Erdbeben in Neuseeland Christchurch
এর ফলে শহরের পুনর্গঠনের প্রচেষ্টা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছেছবি: AP

সোমবারের ভূমিকম্পের ফলে শহরের পুনর্গঠনের প্রচেষ্টা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে৷ প্রধানমন্ত্রী জন কি বলেছেন, নতুন করে এই ভূমিকম্পের ফলে শহরের পুনর্গঠনের কাজ প্রভাবিত হবে৷ ‘‘তবে তা সত্ত্বেও আমরা ক্রাইস্টার্চ শহর আবার নতুন করে গড়ে তুলতে বদ্ধপরিকর৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ