1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ

১৭ নভেম্বর ২০১৫

ফলাফল যা অনুমেয় ছিল তা-ই হয়েছে৷ অস্ট্রেলিয়া জিতেছে ৪-০ ব্যবধানে৷ পার্থের চেয়ে এক গোল কম খেয়েছে বাংলাদেশ৷ সবচেয়ে বড় কথা, শেষ ৪৯ মিনিটে অস্ট্রেলিয়াকে কোনো গোল করতে দেয়নি স্বাগতিকরা৷

https://p.dw.com/p/1H6zQ
Fußball Championsleague Halbfinale Rückspiel FC Bayern München FC Barcelona Symbolbild Barcelona am Ball
ছবি: picture-alliance/dpa/MiS

তবে এই ম্যাচের ফল নিয়ে কারোরই কোনো দ্বিমত ছিল না৷ ম্যাচটি শুরু থেকেই আলোচিত ছিল নিরাপত্তাজনিত কারণে৷ হ্যাঁ বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শংকিত হয়ে এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশে তাদের ক্রিকেট দলকে পাঠায়নি৷ ফুটবল দলকে পাঠানো নিয়েও হয়ে গেছে অনেক আলোচনা৷ ফিফা পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটি৷ অবশেষে অস্ট্রেলিয়া বাংলাদেশে যেতে রাজি হলেও খেলার আগেরদিন প্র্যাকটিস করেছে সিঙ্গাপুরে৷ আর মঙ্গলবারের ম্যাচ খেলতে তারা ঢাকায় পৌঁছেছে আগেরদিন, অর্থাৎ সোমবার রাতে!

নিরাপত্তা নিয়ে অস্ট্রেলীয়দের এই চিন্তার প্রকাশ দেখা গেছে সকারুজদের ওয়েবসাইটে প্রকাশিত ম্যাচ প্রিভিউ রিপোর্টেও৷ সেখানে বাংলাদেশ থেকে জয় নিয়ে ফিরে যাওয়ার লক্ষ্যের আগেও উল্লেখ করা হয়েছে বাংলাদেশে নিরাপদে যাওয়া ও নিরাপদে ফিরে আসার বিষয়টিকে!

অবশ্য ঢাকায় পৌঁছে অস্ট্রেলিয়া দলের সংবাদ সম্মেলনে খেলোয়াড়রা নিরাপত্তা নয়, শুধু ম্যাচ নিয়েই ভাবছেন বলে জানিয়েছিলেন৷

বাংলাদেশ দলের ইটালীয় কোচ ফাবিও লোপেজ বলেছিলেন, ‘‘আমি জিততে চাই৷ তবে ওরা খুবই শক্তিশালী দল৷'' আর বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও সহ-অধিনায়ক জামাল ভূইয়া এই ম্যাচে ড্রয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানিয়েছিলেন৷

প্রথম লেগের ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ৷ সবশেষ কয়েকদিন আগে তাজিকিস্তানের মাঠেও একই ব্যবধানে ধরাশায়ী হয় বাংলাদেশ৷

এদিকে, ক্রিকেটার মুশফিকুর রহিম ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য অনুপ্রেরণা পাঠিয়েছিলেন৷

‘চ্যানেল নাইন' খেলাটি সরাসরি সম্প্রচার করে৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য