1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্ঝরের ‘নমুনা’

২৭ মার্চ ২০১২

স্থপতি এবং চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর৷ ফ্রিবুয়র চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হচ্ছে তাঁর নির্মিত বাংলা ছবি আহা! আরো একটি বাংলা ছবি তিনি তৈরি করেছেন, নাম ‘নমুনা’৷ এই ছবিটি এখনো আটকে আছে সেন্সরবোর্ডে৷

https://p.dw.com/p/14Sec
Ein Szene aus dem Film 'Nomuna' von Enamul Karim Nirjhar, Berühmter Regisseur aus Bangladesch Datum: 22.06.2009 Eigentumsrecht: www.nomunathefilm,com, (Besitzer Enamul Karim Nirjhar, Regisseur) Dhaka, Bangladesch
‘নমুনা’ ছবির একটি দৃশ্যছবি: Enamul Karim Nirjhar

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সুপরিচিত নাম এনামুল করিম নির্ঝর৷ তাঁর নির্মিত ছবি আহা! যা ২০০৭ সালেই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে৷ ছবিটি ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছে৷ সর্বশেষ সুইজারল্যান্ডে ফ্রিবুয়র চলচ্চিত্র উৎসবে বিশেষ একটি বিভাগে প্রদর্শন করা হচ্ছে আহা! নির্ঝর নিজেও এখন রয়েছেন ফ্রিবুয়রে৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার প্রেক্ষাপট৷ নির্ঝর বলেন, ‘‘আমি মনে করি যারা নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে স্মৃতির মধ্যে নানাভাবে নাড়াচাড়া করে, তারা একটি মাধ্যম খুঁজতে থাকে সেটা প্রকাশ করার৷ আমাদের দেশে গল্প অনেক, সেগুলোকে কোন না কোন ফর্মে আমি বলতে চাই৷''

স্থপতি এবং চলচ্চিত্র নির্মাতা, দু'টো পরিচয়েই স্বাচ্ছন্দ বোধ করেন নির্ঝর৷ তাঁর কথায়, ‘‘ব্যাপারটাকে আমি বলবো, আমার ডান এবং বাম হাতের মতো৷ দু'টোই লাগে আমার এবং সেইভাবেই আসলে ছবিটা আমার ভাবনার সঙ্গে, জীবনের সঙ্গে জড়িয়ে আছে৷''

১৯৭১ সালে ভারতে ‌শরণার্থী শিবিরে ছিলেন নির্ঝর৷ দিনাজপুরে তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল শত্রুরা৷ একাত্তর, স্বাধীনতা এবং মুক্তিসংগ্রামের মধ্যেই বেড়ে উঠেছেন তিনি৷ নির্ঝর চান, নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে সেলুলয়েডে ফুটিয়ে তুলতে৷ আহা! ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আসলে আমাদের বিভিন্ন সম্পর্কের মধ্যে যে স্থাপত্যটি আছে, আবার স্থাপত্যের সঙ্গে সময়ের যে সম্পর্কটা আছে – এই দুটি বিষয় নিয়ে আমি একটা সমীকরণ করার চেষ্টা করেছি৷ এটাকে গল্প বললে ভুল হবে, এটা হচ্ছে অভিজ্ঞতা৷''

Enamul Karim Nirjhar, Berühmter Regisseur aus Bangladesch Text:   Enamul Karim Nirjhar, Berühmte Regisseur von Bangladesch Datum: 24.08.2011 Eigentumsrecht: Enamul Karim Nirjhar, Dhaka, Bangladesch
এনামুল করিম নির্ঝরছবি: Enamul Karim Nirjhar

নির্ঝরের সর্বশেষ ছবি ‘নমুনা' গত কয়েকবছর ধরে আটকে আছে সেন্সরবোর্ডে৷ বিষয়টি চলচ্চিত্র নির্মাতা নির্ঝরের জন্য হতাশার৷ এই নিয়ে খুব বেশি কথা বলতেও আগ্রহী নন তিনি৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘সবকিছু মিলিয়ে বিষয়টি আমাকে একটু অন্ধকারে ফেলে দিয়েছে৷ আমার প্রথম ছবিটির জন্য জাতীয় পুরস্কার পাওয়ার পর, নিরীক্ষাধর্মী দ্বিতীয় ছবি নমুনা'র জন্য অনুদান পাই৷ আমাদের দেশের সামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি করা এবং যারা একটু তরুণমনস্ক তাদের খুব ভালো লাগবে ছবিটি৷''

মেধাবী এই চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘‘অনুদানপ্রাপ্ত ছবি তৈরির যে প্রক্রিয়া থাকে সেগুলো মেনেই এটি তৈরি করেছি আমরা৷ অবশ্যই প্রত্যেকটি দেশের সেন্সরবোর্ডের কিছু কাঠামো থাকে, আমাদের সেন্সরবোর্ড আমাকে বলেছে ছবিটির বেশি কিছু অংশ বদলে দিতে৷ কিন্তু প্রযুক্তিগত এবং কিছুটা আর্থিক কারণে সেটা আমার পক্ষে করা দুরূহ ব্যাপার৷ ফলে ছবিটি সেই অবস্থায় পড়ে আছে এখনো৷''

নির্ঝর কখনো কখনো আশাবাদী৷ তখন তাঁর মনে হয়, ছবিটা একদিন হয়ত মুক্তি পাবে৷ আবার কখনো ছবিটি নিয়ে নৈরাশ্যে ডুবে যান তিনি৷ তখন তাঁর মনে হয়, হয়ত কখনোই আলোর মুখ দেখবে না ‘নমুনা'৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম, ফ্রিবুয়র, সুইজারল্যান্ড
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য