1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নির্বাচনের দাবি ড. কামালের

৩০ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন৷ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন৷

https://p.dw.com/p/3An27
ফাইল ছবিছবি: DW/Z. Ahmed

রবিবার ভোট গ্রহণ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন৷ ড. কামাল বলেন, ‘‘দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল৷ এ পর্যন্ত আমাদের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে৷<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdw.bengali%2Fvideos%2F516442218865021%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

‘‘এমতাবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক৷ এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করছি,’’ বলেন জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা৷

‘যারা হেরে যায় তারা সবসময় বলে ভোটে জালিয়াতি হয়েছে’

এদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ডয়চে ভেলেকে বলেন, যারা হেরে যায় তারা সবসময় বলে ভোটে জালিয়াতি হয়েছে৷ ‘‘দেখুন ভোট ডাকাতি, না জালিয়াতি, তা আপনারা নিজেরাই দেখেছেন,’’ বলেন তিনি৷

নির্বাচনি সহিংসতায় বাংলাদেশে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র সোহেল রানা৷ এর মধ্যে সাতজন শাসক দল ও পাঁচজন বিরোধী জোটের সদস্য বলেও জানান তিনি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

‘হতাশা, রাগ প্রকাশের শব্দ খুঁজে পাচ্ছি না’