1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশনের সঙ্গে কোন সংলাপ নয় - বিএনপি

২১ জুলাই ২০১১

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, যেখানে আগামী নির্বাচনই এখন অনিশ্চয়তার মুখে সেখানে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করে কোন লাভ নাই৷ একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হেসেন৷

https://p.dw.com/p/120M0
নির্বাচন কমিশনর রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপ চালাচ্ছেছবি: DW/Samir Kumar Dey

শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিলনা প্রধান বিরোধী দল বিএনপি৷ তৃতীয় দফা সময় দেয়ার পরও গতকাল সংলাপে নির্বাচন কমিশনে যায়নি বিএনপি৷ বিএপির একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, এই নির্বাচন কমিশনের সঙ্গে কোন সংলাপে অংশ নেবেনা তারা৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হেসেন বলেন, এই নির্বাচন কমিশনের ওপর তাদের কোন আস্থা নেই ৷ কারণ বর্তমান প্রধান নির্বাচন কমিশনারই বিএনপিকে বিভক্ত করতে চেয়েছিলেন৷

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে আগামী নির্বাচনই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে৷ সেখানে নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের কোন মানে নাই৷ আর নির্বাচনী আইন সংস্কারে নির্বাচন কমিশনের করনীয় কিছু নাই৷ সমঝোতা হলে রাজনৈতিক দলগুলোই এব্যাপারে সিদ্ধান্ত নেবে৷

তবে প্রধান নির্বাচন কমিশনার আগেই জানিয়ে দিয়েছেন এই সংলাপের ওপর ভিত্তি করেই নির্বাচনী আইন সংস্কার করা হবে৷ নির্বাচন কমিশন জানিয়েছে, বিএনপিকে আর সংলাপে নতুন করে আমন্ত্রণ জানানো হবেনা৷ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ শেষ করে তারা সংলাপের কাজ গুটিয়ে ফেলবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য