1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষেধাজ্ঞা শিথিলে সংক্রমণ বাড়ছে জার্মানিতে

১০ মে ২০২০

বিধিনিষেধ শিথিল করার তিনদিনের মধ্যেই জার্মানিতে করোনা ভাইরাসের সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে৷ এমন অবস্থায় রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন দেশটির বিজ্ঞানীরা৷ 

https://p.dw.com/p/3c08b
ছবি: Getty Images/AFP/R. Hartmann

জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীরা এখন গড়ে একের বেশিজনকে সংক্রমিত করছেন৷ দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট-আরকেআই শনিবার জানিয়েছে সংক্রমণের হার এক দশমিক একে পৌঁছেছে৷ বুধবার পর্যন্ত এই হার ছিল মাত্র শূন্য দশমিক ছয়-পাঁচ৷ 

জার্মানির সরকারের লক্ষ্য ছিল এটি একের নিচে রাখা৷ অর্থাৎ আক্রান্তরা যেন গড়ে একজনেরও কম মানুষকে করোনা ভাইরাসে সংক্রমিত করেন৷ যাতে স্বাস্থ্য সেবার উপরে মাত্রাতিরিক্ত চাপ না পড়ে৷

এর আগে এপ্রিলের মাঝামাঝিতে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সংক্রমণের হারের বিপরীতে দেশটির স্বাস্থ্য সেবার সক্ষমতার চিত্র তুলে ধরেন৷ তিনি বলেন, এই হার যদি এক দশমিক এক হয় তাহলে বিদ্যমান স্বাস্থ্য সেবার সক্ষমতার সবটা ব্যবহারে অক্টোবর পর্যন্ত সময় পাওয়া যাবে৷ এটি যদি ২০ ভাগ বেড়ে এক দশমিক দুই হয় তাহলে জুলাইতেই স্বাস্থ্যসেবার সবটুকু সক্ষমতা ব্যবহার করতে হবে৷ সংক্রমণের হার এক দশমিক তিন হলে সেটি আরো এগিয়ে জুনে চলে আসবে৷ 

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বুধবার ম্যার্কেল নিয়ম কানুনগুলো শিথিলের ঘোষণা দেন৷ তবে শনিবার সংক্রমণের নতুন হারের কথা জানিয়ে সামনের দিনগুলোকে আরো সতর্ক পর্যবেক্ষণে রাখতে বলেছে আরকেআই৷ 

তাদের হিসাবে শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ৫৫১ জনে৷ মারা গেছেন সাত হাজার ৩৬৯ জন৷ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৩০০ জন৷ 

আরকেআই এর দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে এখন ১৯ হাজার ৭৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তাদের মধ্যে ইনটেনসিভ কেয়ার বা নিবিড় পরিচর্যায় রয়েছেন এক হাজার ৬৫০ জন৷ এক হাজার ২২৬ টি ক্লিনিকে আরো বারো হাজার ৯৬ টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে৷ 

এফএস/এআই (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য