1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নো ভ্যাট’ আন্দোলন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওপর আরোপিত ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করতে পারবে না৷ করলে এনবিআর-সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবে৷ সরকারের এ আশ্বাসকে ‘অতি চতুরতা’ বলে ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা৷

https://p.dw.com/p/1GUuD
ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনছবি: Harun Rashid Swapan

বাংলাদেশে ছাত্র আন্দোলন

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নো ভ্যাট অন এডুকেশন’-এর সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী শুক্রবার ১২ থেকে ১৪ই সেপ্টেম্বর এই ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন৷ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘অবিলম্বে টিউশন ফি-র ওপর থেকে ভ্যাট প্রত্যাহার ও বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য টিউশন ফি নির্ধারণের নীতিমালা প্রণয়নের দাবিতে আমরা ধর্মঘট পালন করবো৷’’

Bangladesch Studentenprotest
শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হয়ে উঠছেছবি: Harun Rashid Swapan

ওদিকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘চলতি বাজেটে শতকরা সাড়ে সাত ভাগ ভ্যাট আরোপ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওপর, শিক্ষার্থীদের টিউশন ফি-র ওপর নয়৷ কারণ টিউশন ফি-র মধ্যে আগে থেকেই ভ্যাট অন্তর্ভূক্ত আছে৷ তাই নতুন আরোপ করা ভ্যাট পরিশোধের জন্য টিউশন ফি-র অতিরিক্ত কোনো টাকা নিতে পারবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো৷ অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই ভ্যাট পরিশোধ করতে হবে৷’’

Bangladesch Studentenprotest
বিক্ষোভের ফলে যানজটছবি: Harun Rashid Swapan

সৈয়দ এ মু’মেন আরো বলেন, ‘‘এরইমধ্যে এনবিআর-এর কর অঞ্চলগুলোকে নজরদারি বাড়াতে বলে দেয়া হয়েছে৷ কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি ছাত্রদের কাছ থেকে ভ্যাট আদায় করে এবং তা এনবিআর-এর নজরে আসে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ ছাত্ররা অভিযোগ করলেও তা আমলে নেয়া হবে৷’’

তিনি জানান, ‘‘প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে বিষয়টি নজরদারির মধ্যে রাখার নির্দেশ দেয়া হয়েছে, যাতে কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রদের কাছ থেকে ভ্যাট আদায় করতে না পারে৷’’

প্রসঙ্গত, বাংলাদেশে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান