1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পটুয়াখালীর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

৭ অক্টোবর ২০২১

ভয়াবহ অগ্নিকাণ্ডে পটুয়াখালী শহরের মূল ব্যবসাকেন্দ্র নিউ মার্কেটে কমপক্ষে ৮০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷

https://p.dw.com/p/41NDE
প্রতীকী ছবিছবি: picture-alliance/Photoshot

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এ বি এম মোন্তাজ উদ্দিন আহমেদ জানান, নিউ মার্কেট এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে আগুনের সূত্রপাত হয়৷ খবর পেয়ে তাদের ছয়টি ইউনিট সেখানে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷

ততক্ষণে পুড়ে যায় মুদি-মনোহরী, হার্ডওয়ার, ক্রোকারিজ, স্টেশনারিসহ বিভিন্ন পণ্যের দোকান, চালের আড়ৎ এবং অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান৷

তবে অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর তারা পাওয়া যায়নি বলে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷

কীভাবে সেখানে আগুন লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মোন্তাজ উদ্দিন কোনো ধারণা দিতে না পারলেও যে মার্কেটের উত্তর-পূর্ব দিক থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে তা জানিয়েছেন৷

এ বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করবেন এবং সেই কমিটিই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করবেন বলে জানান তিনি৷

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন৷ আগুন লাগার খবর পেয়ে নিউ মার্কেটের দোকানি ও তাদের স্বজনরা ভোর রাতে ছুটে আসেন৷

ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ব্যবসায়ীরা মনে করেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য