1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতুতে আবার ফেরির ধাক্কা 

১৩ আগস্ট ২০২১

চারদিনের ব্যবধানে আবারো পদ্মা সেতুর একটি পিয়ারে ধাক্কা দিয়েছে একটি ফেরি৷ এর আগের ঘটনাগুলোর জন্য তদন্ত কমিটির প্রতিবেদনে ফেরির চালকদের অসতর্কতা ও অবহেলাকে দায়ী করা হয়৷

https://p.dw.com/p/3ywpj
ফাইল ছবিছবি: bdnews24.com

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটগামী ‘কাকলী' নামের একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিয়ারে ধাক্কা দেওয়ার কথা জানিয়েছেন  সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের৷ 

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটির পাইল ক্যাপের সামান্য কিছু অংশের কংক্রিট উঠে গেছে৷ এতে সেতুর তেমন ক্ষতি না হলেও এমন ঘটনা গ্রহণযোগ্য নয়৷ এতে যাত্রী ও যানবাহনের বড় ক্ষতি হতে পারতো৷” যাত্রীরা জানান, যানবাহনগুলো একটির সঙ্গে আরেকটির প্রচণ্ড ধাক্কায় অনেকেই পড়ে যান এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

ফেরি কাকলির চালক মো. বাদল হোসেন বলেন, " পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিয়ারে ধাক্কা খায়৷ ফেরির একপাশে ফাটল ধরে, তবে ফাটল পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানি ওঠেনি৷” এ ঘটনায় কেউ আহত হননি৷

গত ৯ আগস্ট রাতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ১০ নম্বর পিয়ারে ধাক্কা দিলে ফেরিতে থাকা দুটি প্রাইভেট কার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ যাত্রী আহত হন৷ এছাড়া গত ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে একটি ফেরি সেতুর ১৭ নম্বর পিয়ারে আঘাত করেছিল৷

ফেরির সেসব ঘটনায় থানায় জিডিসহ চালকদের সাময়িক বরখাস্ত করা হয়৷ এবং তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনাগুলোর জন্য চালকদের অসতর্কতা ও অবহেলাকে দায়ী করা হয়৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)