1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু অস্ত্র ত্যাগ করতে চলেছেন কিম?

১৭ সেপ্টেম্বর ২০১৮

চলতি সপ্তাহে দুই কোরিয়ার মধ্যে বছরের তৃতীয় শীর্ষ বৈঠককে ঘিরে প্রত্যাশা জন্মাচ্ছে৷ ট্রাম্প ও কিমের প্রস্তাবিত শীর্ষ বৈঠকের আগে পরমাণু নিরস্ত্রীকরণের প্রশ্নে অগ্রগতির আশা করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট৷

https://p.dw.com/p/34yey
Bildergalerie Kim Trump
ছবি: Reuters/J. Ernst

মঙ্গলবার ৩ দিনের পিয়ং ইয়ং সফরে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন৷ সেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর সঙ্গে বৈঠকে তিনি পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে অগ্রগতির চেষ্টা করতে চান৷ আনুষ্ঠানিকভাবে শীর্ষ বৈঠকের আলোচ্য বিষয় স্থির না হলেও পরমাণু অস্ত্রের ভবিষ্যৎই প্রধান বিষয় হতে চলেছে বলে ধরে নেওয়া হচ্ছে৷ উত্তর কোরিয়া এক ধাক্কায় সব পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলবে, এমনটা কেউ আশা করছে না৷ তবে উত্তর কোরিয়া কিছু পরমাণু অস্ত্র ধ্বংস করলে তার বদলে অ্যামেরিকার কাছ থেকে কিছু আস্থাবর্ধক পদক্ষেপ আদায় করতে চান মুন জে ইন৷

উত্তর কোরিয়া সাড়ম্বরে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আয়োজন করেছে৷ তবে প্রতীকী উষ্ণতার পাশাপাশি দুই নেতার উপর অগ্রগতির জন্য যথেষ্ট চাপ কাজ করবে৷ মুন জে ইন এর আগেও পরমাণু নিরস্ত্রীকরণের প্রশ্নে কিম জং উনের সুর নরম করতে সফল হয়েছিলেন৷ এবার সেই লক্ষ্যে সুস্পষ্ট পদক্ষেপের রূপরেখা স্থির করতে চান তিনি৷

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ত্যাগ করলে সেই পদক্ষেপকে বিশাল সাফল্য হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি অক্টোবর মাসে হোয়াইট হাউসে কিম জং উনকে স্বাগত জানাতে প্রস্তুত৷ এর আগে সিঙ্গাপুরে প্রথম ঐতিহাসিক বৈঠকে দুই নেতার মধ্যে যথেষ্ট ব্যক্তিগত উষ্ণতা দেখা গেছে৷ কিন্তু তারপর থেকে অ্যামেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনায় তেমন কোনো অগ্রগতি ঘটেনি৷ ওয়াশিংটন উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রভাণ্ডার পুরোপুরি ধ্বংস করার চূড়ান্ত প্রক্রিয়া দেখতে চায়৷ অন্যদিকে উত্তর কোরিয়া নীতিগতভাবে সেই লক্ষ্যে এগোনোর ইঙ্গিত দিলেও সবার আগে ওয়াশিংটনের মুখে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের ঘোষণা শুনতে চায়৷

এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন ‘মিড টার্ম' সংসদীয় নির্বাচনও কিছুটা ভূমিকা পালন করছে৷ ঘরে-বাইরে কোণঠাসা ট্রাম্প নির্বাচনের আগেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিশাল সাফল্য তুলে ধরতে চান৷ উত্তর কোরিয়া সেই বিষয়টি থেকে ফায়দা তোলার আশা করছে৷ কিন্তু শুধু হোয়াইট হাউসে কিম জং উনকে স্বাগত জানিয়ে সেই সাক্ষাতকে সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন না ট্রাম্প৷ কিম সরাসরি পরমাণু অস্ত্র ত্যাগ করার ঘোষণা করলে তাতে কাজ হতে পারে৷

উত্তর কোরিয়ার করুণ অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি কিম জং উনের সামনে বড় চ্যালেঞ্জ৷ বর্তমানে একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সে দেশের সঙ্গে বাণিজ্যের পথে নানা বাধা রয়েছে৷ তা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এক উচ্চ পর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিদল সঙ্গে নিয়ে পিয়ং ইয়ং যাত্রা করছেন৷ নিষেধাজ্ঞার কারণে এ যাত্রায় সহযোগিতা সম্ভব না হলেও পরমাণু অস্ত্র ত্যাগ করলে উত্তর কোরিয়ার ফায়দার মাত্রা তুলে ধরতে চায় দক্ষিণ কোরিয়া৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান