1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবর্তনকে মেনে নিন - বিরোধীদের প্রতি মমতা

২১ জুলাই ২০১১

নির্বাচনে জেতার পর প্রথম বিজয় সমাবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে৷ স্বপ্ন দেখালেন নতুন বাংলা গড়ার৷

https://p.dw.com/p/120rB
die indische Eisenbahnministerin Mamta (Mamata) Banerjee bei einer Wahlkampfveranstaltung in Kolkata Anfang Dezember. Schlagworte: Eisenbahnministerin, Indien, Mamta Banerjee
মমতা বন্দোপাধ্যায় (ফাইল ছবি)ছবি: Prabhakar Mani Tewari

যদি দেখেন কোথাও মানুষ খেতে পাচ্ছে না, তাহলে তাকে স্থানীয় জেলাশাসকের কাছে নিয়ে যান৷ যদি দেখেন কোথাও মানুষ কষ্টে আছে, তাহলে তাকে স্থানীয় থানায় নিয়ে যান৷ সরকারের কাছে খবর পৌঁছে যাবে৷

তথাকথিত রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গে এর আগে কোনও প্রশাসন সম্ভবত এমন মানবিক গলায় কথা বলেনি৷ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে, দলের প্রথম বিজয় সমাবেশে আগাগোড়া এই ভাষাতেই কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, কেন রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তাঁদের দিকেই গেল৷ একই সঙ্গে নতুন বাংলা গড়ার কাজে হাত লাগাবার জন্য মানুষকে শরিক করতে চাইলেন তিনি৷ বললেন, একা সরকার নয়, রাজ্যে যে উন্নয়নের কাজ শুরু হয়েছে, তা চালু রাখতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও দরকার৷ মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছিলেন, তার অনেকটাই রাখতে পেরেছেন৷ সিঙ্গুরের কৃষিজমি ফেরত যাচ্ছে কৃষকদের হাতে, জঙ্গলমহলে পৌঁছে যাচ্ছে উন্নয়ন সাহায্য, দার্জিলিঙের পাহাড়েও শান্তি ফিরছে৷ কিন্তু শিল্প স্থাপন, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের মত বহু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি৷ তার প্রধান কারণ, আগের সরকার কোষাগার খালি করে দিয়ে গেছে৷

Trinamool Congress party leader Mamata Banerjee, left, speaks to the supporters outside her residence in Kolkata, India, Friday, May 13, 2011. Counting of votes began Friday in India's fourth most-populous state of West Bengal, where India's ruling Congress and its ally Trinamool Congress were predicted to unseat a Communist-led government that has held power for 34 years. (AP Photo/Rajesh Kumar Singh)
ছবি: AP

মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ কিন্তু রাজ্য সরকারের উন্নয়নের নকশাও তৈরি৷ পশ্চিমবঙ্গ আগামী দুবছরের মধ্যে ঘুরে দাঁড়াবে৷

মুখ্যমন্ত্রী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, শৃঙ্খলা বজায় রাখতে হবে৷ কোনও রকম দুর্নীতি বা মস্তানি করা চলবে না৷ মানুষের পাশে থাকতে হবে, দল-মত না দেখে মানুষের জন্য কাজ করতে হবে৷ আর বিরোধীদের প্রতি মমতার আবেদন, উন্নয়নের কাজে বাধা না দিয়ে পরিবতর্নকে মেনে নিন৷

প্রশাসনিক কাজে ব্যস্ত থাকছি বলে এমন নয় যে কোনও খবর রাখছি না৷ কেউ কোনও দুষ্টুমি করলেই কিন্তু খবর পেয়ে যাব৷ তৃণমূল কর্মীদের উদ্দেশে এদিন বলেছেন তাদের দিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান