1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

পশ্চিম তীরে ইসরায়েলের অপারেশন

১১ এপ্রিল ২০২২

গত কয়েকদিনে একাধিক হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলে। তারই জবাবে রোববার পশ্চিম তীরে অপারেশন শুরু করেছে ইসরায়েলের সেনা।

https://p.dw.com/p/49kWT
ইসরায়েল
ছবি: JAAFAR ASHTIYEH/AFP

সম্প্রতি তেল আভিভের একটি বারে হামলা চালায় বছর কুড়ির এক যুবক। পরে জানা যায়, ওয়েস্ট ব্যাংকের জেনিন অঞ্চলের বাসিন্দা সে। ইসরায়েলের অভিযোগ, জেনিন ফিলিস্তিনি চরমপন্থিদের স্বর্গরাজ্য। ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রশাসন ওই অঞ্চলে সহজে ঢুকতে পারে না বলে অভিযোগ। রোববার সেখানেই অপারেশন শুরু করেছে ইসরায়েলের সেনা। এর ফলে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গত কিছুদিনে ইসরায়েলে একাধিক প্রাণঘাতি হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের সেনার দাবি, প্রতিটি ঘটনার সঙ্গেই যুক্ত ছিল ফিলিস্তিনের চরমপন্থিরা। বস্তুত, প্রতিটি হামলার পরেই তার প্রশংসা করেছে হামাস। ফিলিস্তিনের প্রশাসন অবশ্য নিন্দা করেছে। হামলার ঘটনায় সব মিলিয়ে ১৪ জন ইসরায়েলবাসীর মৃত্যু হয়েছে। তারপরেই পশ্চিম তীরে অপারেশনের সিদ্ধান্ত নেয় ইসরায়েলের প্রশাসন।

ইসরায়েলের সেনাপ্রধান একটি ভিডিও-তে জওয়ানদের বলেছেন, পশ্চিম তীরে গিয়ে জয়ী হতে হবে। ইসরায়েলের উপর যাতে আর কোনো আক্রমণ না হয়, তা নিশ্চিত করতে হবে। এর জন্য যা করা দরকার, তা-ই যেন করা হয়। সময় লাগলেও অসুবিধা নেই। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীও সেনাকে এই অপরাশেনের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে।

ইসরায়েলের সেনার অভিযোগ, অপারেশন শুরু হওয়ার পরে পাল্টা আক্রমণ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। একটি ইহুদি স্থাপত্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)