1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

৬ সেপ্টেম্বর ২০১৮

গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তপু বর্মনের একমাত্র গোলে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ৷ গোলটি এসেছে দ্বিতীয়ার্ধে ৮৫তম মিনিটে৷ এতে করে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ-এ তে শীর্ষস্থান ধরে রাখলো লাল সবুজেরা৷

https://p.dw.com/p/34RbQ
Bangladesch Sport Persönlichkeiten
ছবি: Mir Farid

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন পূর্ণশক্তির দলই নামিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান৷ দর্শকও ছিলেন গ্যালারিভর্তি৷ শুধু .ব্যাংকিংই নয়, শক্তিমত্তায়ও বাংলাদেশকেই ফেবারিট মানছিলেন সবাই৷

ম্যাচশেষে পরিসংখ্যানও সেই কথার সত্যতা প্রমাণ করেছে৷ যেমন, প্রতিপক্ষের সীমানায় ১২টি শট নিয়েছিলেন স্বাগতিক ফুটবলাররা৷ অন্যদিকে, পাকিস্তান নিয়েছে তার অর্ধেক৷ তবে গোলবারের দিকে পাকিস্তানের তিনটি শট থাকলেও বাংলাদেশের ছিল দু'টি৷ অবশ্য এই দু'টির একটিকে গোলে রূপান্তর করেছেন মামুনুলরা৷

৬০ ভাগ বল দখলে ছিল বাংলাদেশের৷ সেইসঙ্গে সফল পাস ছিল ৭১ ভাগ৷ এই দুই মাপকাঠিতে অনেক পিছিয়ে পাকিস্তান৷

তবে প্রথমার্ধে খেলার ধার তেমন দেখাতে পারেনি বাংলাদেশ৷ খেলেছে কিছুটা আগোছালো৷ পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি৷ প্রতিপক্ষের দু-একটি আক্রমণ ভয়ও জাগিয়েছিল৷

কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে দাপুটে খেলা উপহার দিয়েছে স্বাগতিকরা৷ দুই পাশ দিয়েই আক্রমণ শানিয়েছে মুহূর্মুহু৷ কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলেন না মামুনুল-ওয়ালি ফয়সালরা৷ শেষ পর্যন্ত ৮৫ মিনিটে এলো সেই মাহেন্দ্রক্ষণ৷ প্রতিপক্ষের অর্ধে বাঁ পাশ থেকে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন৷ কিছুটা জটলা৷ সেখান থেকে হেড দিয়ে গোলটি নিশ্চিত করেন তপু বর্মন৷ ১-০-তে এগিয়ে যায় বাংলাদেশ৷ এবারের আসরে এটি তপুর দ্বিতীয় গোল৷

এরপর মরিয়া হয়ে খেলেও গোল আদায় করতে পারেনি পাকিস্তান৷ বরং কাউন্টার অ্যাটাকে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ প্রায় তৈরিই করে ফেলেছিলেন স্বাগতিক ফুটবলাররা৷

এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই করে ফেলেছে বাংলাদেশ৷ শনিবার নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে তারা৷ পাকিস্তান খেলবে ভুটানের সঙ্গে৷ নেপাল ও পাকিস্তান উভয়েই দুই খেলায় একটি করে জিতেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য