1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৪-০ গোলে উড়ে গেল পাকিস্তান

৯ আগস্ট ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা বাংলাদেশের৷ পুল বি-এর প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা৷

https://p.dw.com/p/32ugx
ছবি: Facebook/Bangladesh Football Federation

গোলকিপার বাদে বাকি ১০ খেলোয়াড়ের মধ্যে সাত জনই পেয়েছেন গোল৷

বাংলাদেশের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শামসুন্নাহার, একাই করেছেন পাঁচ গোল৷ তহুরা খাতুন, সাজেদা খাতুন ও আনাই মোগিনি দু'টি করে গোল করেন৷ মনিকা চাকমা, মারিয়া মাণ্ডা ও আঁখি খাতুন করেন একটি করে গোল৷

এদিকে পুল এ-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়েছে ভারত৷

ভূটানে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মোট ছয়টি দেশ৷ স্বাগতিক দেশ ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল অংশ নিচ্ছে চ্যাম্পিয়নশিপে৷

এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ৷ এবারই প্রথম এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান৷

২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য