1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানি এয়ার মার্শালের বাংলাদেশের নাগরিক হওয়ার ইচ্ছা

৪ জুলাই ২০১১

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, বিএনপির ডাকা হরতাল এবং অবসরপ্রাপ্ত এক পাকিস্তানি এয়ার মার্শালের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ - এসবই সোমবারের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/11oLM
বঙ্গবন্ধুর পক্ষে বক্তব্য দিয়েছিলেন পাকিস্তানি এয়ার মার্শাল আসগর খানছবি: AP

তারেক রহমান

২১ অগাস্টের মামলায় তারেককে আসামী করায় বিএনপি ইতিমধ্যেই আন্দোলনের হুমকি দিয়েছে৷ তারা বলছে, অভিযোগ প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে৷ সম্পূরক অভিযোগপত্রটি ষড়যন্ত্রমূলক, এমনটাও বলছে বিএনপি৷ এদিকে প্রথম আলোতে ২১ অগাস্টে হামলার পরও শেখ হাসিনা কীভাবে বেঁচে গিয়েছিলেন সেটার বর্ণনা রয়েছে৷ আর প্রধান প্রতিবেদনে বলা হয়েছে হাসিনাকে মোট চারবার হত্যার চেষ্টা করেছিল হরকাতুল জিহাদ৷

৪৮ ঘন্টা হরতাল

সংবিধান সংশোধনের প্রতিবাদে বিএনপি আবার হরতাল দিলো৷ এবার ৪৮ ঘন্টার৷ ওদিকে ১২ দলের হরতাল আছে ১০ আর ১১ তারিখ৷ সব মিলিয়ে টানা ছয়দিনের ছুটি! তবে হরতাল করে সমস্যার কোনো সমাধান হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷ আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি৷ তবে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে বিরোধীদলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কি না এ ব্যাপারে সাংবাদিকরা আশরাফের কাছে জানতে চাইলে তিনি কিছুটা সময় নিয়ে বলেন, ‘‘এ বিষয়ে আপনাদের এখন কিছু বলা যাবে না৷'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই তথ্য৷

বাংলাদেশের নাগরিক

পাকিস্তানি এয়ার মার্শালের নাম আসগর খান৷ বয়স ৯০৷ তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রথম দেশীয় প্রধান ছিলেন৷ ছয় দফা আন্দোলনের সময় তিনি আইয়ুব খানের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকায় এসে এক জনসভায় বঙ্গবন্ধুর পক্ষে বক্তব্য দিয়েছিলেন৷ এবং এজন্যই তিনি বাংলাদেশের নাগরিক হতে চান৷ পাকিস্তানে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে দেখা করে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন৷ হাই কমিশনার সেই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে৷ এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোভাব ইতিবাচক বলে কালের কন্ঠকে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা৷ তবে এ বিষয়ে শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম