1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাচার হওয়া অর্থের খুব কমই ফেরত আসে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৮ সেপ্টেম্বর ২০২০

পিকে হালদার দেশে ফিরে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে চান৷ এই ঘটনায় পাচার হওয়া অর্থের বিষয়টি আবারো আলোচনায় এসেছে৷ বাস্তবে এমন বিষয় নিয়ে কতটা উদ্যোগী দুদক?

https://p.dw.com/p/3iAVr
ছবি: DW

অর্থ পাচারের মামলা দুদক যেমন করে, তেমনি সিআইডি এবং পুলিশের অন্যান্য বিভাগও করে৷ আর তাদের সহায়তা করে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট৷ ফলে গত এক বছরে অর্থ পাচারের কত মামলা হয়েছে তার তথ্য কেন্দ্রীয়ভাবে কোথাও নেই৷ তবে কথা বলে জানা গেছে, দুদকই বেশি করেছে এবং এর সংখ্যা ৫০টির মতো৷

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের খুব বেশি নজিরও নেই৷ ২০১২ এবং ২০১৩ সালে তিন দফায় সিঙ্গাপুরের একটি ব্যাংকে থাকা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২১ কোটি টাকারও বেশি অর্থ ফেরত আনতে পেরেছিল দুদক৷ পাশাপাশি যুক্তরাজ্যকে ৩ লাখ মার্কিন ডলার উদ্ধার করে দিয়েছে বাংলাদেশ৷

এর বাইরে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশন গঠন করে ৩৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল৷ ২০০৭ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত জরুরি অবস্থার সময় দুর্নীতিবিরোধী টাস্কফোর্স বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এক হাজার ২৩২ কোটি টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেয়৷ তবে এরমধ্যে আবার ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা দেশের সর্বোচ্চ আদালত ফেরত দেয়ার নির্দেশ দেয়৷ আর ট্রুথ কমিশনকে আদালাত অবৈধ ঘোষণা করলেও যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দেয়ার কোনো নির্দেশ দেয়নি৷

আদালত তাকে একটা সুযোগ দিয়েছেন দেশে ফেরার: দুদকের আইনজীবী

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)-এর বিরুদ্ধে তিন হাজার ৬০০ কোটি টাকা দেশের বাইরে পাচারের অভিযোগ আছে৷ দুদক তার বিরুদ্ধে মামলা করেছে৷ তিনি এখন দেশের বাইরে থাকলেও দেশে ফিরে আত্মসমর্পণ করে ওই টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে চান বলে হাইকোর্টে আবেদন করেছেন৷ আদালত তার দেশে ফেরার দিন-ক্ষণ জানতে চেয়েছেন৷ জানতে চেয়েছেন, ফ্লাইট নাম্বার৷ তিনি দেশে ফিরে এলে তিনিসহ সবপক্ষের উপস্থিতিতে আদেশ দেবেন বলে আদালত জানিয়েছেন৷

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘‘আদালত তাকে একটা সুযোগ দিয়েছেন দেশে ফেরার ৷ কিন্তু দেশে ফিরলে বিমান বন্দরেই তাকে আটক করা হবে৷ কারণ, তার বিরুদ্ধে মামলা আছে৷ আটকের পর তাকে আদালতে হাজির করা হবে৷ আর তিনি টাকা ফেরত দিলেও মামলা এবং শাস্তি থেকে রেহাই পাবেন না৷’’

দুদক জানায়, তাদের উদ্যোগের মধ্যে এখন এগিয়ে আছে মোরশেদ খান ও তার পরিবারের সদস্যদের হংকংয়ে পাচার করা ৩২১ কোটি টাকা ফেরত আনা৷ এর মধ্যে প্রথম ধাপে ১৬ কোটি টাকা ফেরত আনার জন্য হংকংয়ের অ্যাটর্নি জেনারেলের কাছে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুদক৷

বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৯ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে৷ গিয়াসউদ্দিন আল মামুন এবং তার ভাই হাফিজ ইব্রাহিমের টাকাও উদ্ধারের চেষ্টা চলছে বলে দুদক জানায়৷ খুরশিদ আলম বলেন, ‘‘আরো বেশ কিছু উদ্যোগ ও মামলা আছে৷’’

তাদের স্বার্থ রক্ষার জন্যই উদ্যোগ নেয়া হচ্ছেনা: ড. ইফতেখারুজ্জামান

এদিকে হলমার্কের কাছ থেকে ১৩ কোটি টাকা আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল দুদক৷ তবে তা আইনি প্রক্রিয়ার কারণে আটকে আছে৷

তবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে উদ্যোগকে যথেষ্ট মনে করেন না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷ তার মতে, এই ক্ষেত্রে দেশের এবং আন্তর্জাতিক আইনের কিছু জটিলতা আছে৷ এটা অবশ্য দুই দেশ আইনগত চুক্তি সাক্ষর করে এগিয়ে নিতে পারে৷ কিন্তু সেই উদ্যোগ বাংলাদেশের পক্ষ থেকে তেমন দেখা যাচ্ছে না বলে মনে করেন তিনি৷ তিনি বলেন, ‘‘এগুলো যারা করবেন, তারা অনেক প্রভাবশালী৷ তাদের স্বার্থ রক্ষার জন্যই উদ্যোগ নেয়া হচ্ছে না৷’’

পাচার করা যে অর্থ ফেরত আনা হবে, আইনে তার দ্বিগুণ জরিমানার বিধান আছে৷ এছাড়া চার থেকে ১২ বছরের শাস্তির বিধানও আছে৷ এই জরিমানা ও শাস্তি নিশ্চিত করা না গেলে পাচার বন্ধ করা যাবেনা৷ কারণ দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অন্যরাও পাচার করা অর্থের কিছু ফেরত দিয়ে বৈধতা নেবে এবং একই কাজ অব্যাহত রাখবে বলে মনে করেন তিনি৷

চেষ্টা করেও এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বক্তব্য জানা যায়নি৷ তবে গত ফেব্রুয়ারি মাসে দুদক কমিশন সভায় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে আরো উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷ তখন দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘‘বিদেশে পাচার করে অনেকেই সেই সব দেশ অস্ট্রেলিয়া, কানাডায় থাকছেন৷ তাদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনার উদ্যোগ নেয়া হবে৷’’

২০১৮ সালের আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য