1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পান্তা ইলিশ ও কর্পোরেট বৈশাখ

১৪ এপ্রিল ২০১৫

শুরু হলো বাংলা নতুন বছর ১৪২২৷ এবারে বৈশাখ উদযাপনে ইলিশ মাছ খাওয়া না খাওয়া, কীভাবে পাল্টে যাচ্ছে উদযাপনের ধরন এগুলো নিয়েই সামাজিক মাধ্যমে চলছে লেখালেখি৷

https://p.dw.com/p/1F7Tn
Bangladesch Neujahrsfest
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman

টুইটারে বিশ্বের নানা প্রান্ত থেকে নববর্ষের এই দিনটিতে বাঙালিদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেকে৷ ম্যালকম উড লিখেছেন, ‘‘আজ আমার অফিসের সহকর্মীরা জানালেন বাঙলা নববর্ষ আজ৷ তাই যারা এটি উদযাপন করছেন আশা করি তাদের দিনটা দারুণ কাটবে৷''

বাপ্পী টুইটারে দুটি পোস্ট করেছেন৷ গুগলকে ধন্যবাদ জানিয়েছে ডুডলে বাংলা নববর্ষকে উপস্থাপন করার জন্য৷ সেই সাথে বলেছেন, অন্য কোনো জাতি আমাদের উদযাপন ও আতিথেয়তাকে ছাড়িয়ে যেতে পারবে না৷

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘এ বছর আমার সবচেয়ে পছন্দের বাংলা নববর্ষের আলোকচিত্র৷ দেখে মনে হবে মানুষের রংধনু, যা বৈচিত্র্য এবং বন্ধুত্বের প্রতীক৷''

আনুশে হোসেইন লিখেছেন, ‘‘এ মুহূর্তে বাংলাদেশকে খুব মিস করছি, শুভ নববর্ষ৷''

ভারতের নাগরিক ড. ভিনিত আগরওয়াল যেসব জাতিগোষ্ঠী এই দিনটি উদযাপন করেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন৷

বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

বিবিসি বাংলা পহেলা বৈশাখ উৎসবের যে ধরন বদলেছে তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শেয়ার করেছে টুইটারে৷

ক্রমান্বয় খালেদ কে লিখেছেন, শুভ নববর্ষ, শুভ বৈসাবি৷ চাকমা, মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়কে নববর্ষের শুভেচ্ছা৷

আরিফ আর হোসেইন ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘খুব অবাক হলাম দেখে যে একটা পিৎজা হাউজ এড দিয়েছে, ‘তারা এবার ইলিশ ফ্লেভারড পিৎজা এনেছে মেন্যুতে'৷ আমরা আসলে আবেগের স্রোতে ভাসি৷ আল্লাহই জানে... কে কবে ইলিশ মাছ দিয়ে পান্তা খেয়েছিলো, তারপর থেকে শুরু করলাম ইলিশ মাছ ছাড়া বৈশাখ হবে না৷ ওপেন চ্যালেঞ্জ দিলাম, কেউ একজন দেখান তো কোথায় লেখা আছে পহেলা বৈশাখে ইলিশ থাকতেই হবে৷ কোনও কারণ ছাড়া; এখন, যখন ইলিশের ঘোর প্রজনন মৌসুমের সময় ... তখন এই মৌসুমেই ইলিশ মাছ না খেলে আমাদের উৎসব মাটি হয়ে যাচ্ছে কেন?

পান্তা ভাতের সাথে শুকনা মরিচ, it's must to have

পান্তা ভাতের সাথে আলু ভর্তা, it's good to have

কিন্তু পান্তা ভাতের সাথে ইলিশ? ... it's definitely BAD to have

তাই আশা রাখি, একদিন কেউ একজন হয়তো স্মার্টলি বলে বসবে, পান্তা ভাতের সাথে আবার ইলিশ কি রে? কিন্তু সেদিন হয়তো আফসোস; আমাদের পদ্মায়, ইলিশ আর থাকবে না৷''

রাজিব হাসান চৌধুরী ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যত ইলিশ খাওয়া হয়, পরিসংখ্যান বলে তার অর্ধেকের বেশিই জাটকা- যা ধরা বা বিক্রি করা আইনত নিষিদ্ধ৷ হুজুগে নাচতে গিয়ে জাটকা ইলিশ খেয়ে বাঙালি সাজার দলে আমি নাই৷

‘খাইলাম না জাটকা

হইলাম না বাঙালি...'

প্রবলেম আছে কোন?''

এ বিষয়ে একটি পাতা খোলা হয়েছে ফেসবুকে ‘পয়লা বৈশাখে পান্তার থালা থেকে ইলিশ মাছকে রেহাই দিন'৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য