1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাহাড়ের শৃঙ্গে অভিনব উৎসব

হেনড্রিক ভেলিং/এসবি১৯ ফেব্রুয়ারি ২০১৬

বরফের উপর স্কি করার অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো৷ কিন্তু বরফে ঢাকা পাহাড়ের শীর্ষে শিল্প ও সংগীতের মেলবন্ধন? অস্ট্রিয়ার এক শৃঙ্গের উপর আয়োজিত হয় এমনই এক উৎসব, যার টানে দেশ-বিদেশের শিল্পীরা সমবেত হন৷

https://p.dw.com/p/1HyMC
Ice Blog Klima Arktik Schnee
ছবি: Irene Quaile

পাহাড়ে শিল্প ও সংগীতের উৎসব

এখানে শিল্প ও সংগীতের সেতুবন্ধকে আক্ষরিক অর্থে শীর্ষ স্তরে আনা হয়েছে৷ অস্ট্রিয়ার রুফিকফ শৃঙ্গের শীর্ষে ‘ফ্যান্টাস্টিক গন্ডোলাস' উৎসবে স্থানীয় মানুষ ও পর্যটকরা স্কি মরসুমের সূচনা পালন করেন৷ ডিজে পরিবেশিত গান বাজনা, আলোর ইনস্টলেশন, শিল্পকর্ম – কত কী-ই যে থাকে! তবে মূল বিষয় হলো প্রেম-ভালোবাসা৷ অতএব সবার তো ভালো লাগবেই৷ কেউ বলেন, অসাধারণ৷ একজন বললেন, ‘‘চারিদিকে দারুণ পরিবেশ৷ এটা ভালোবাসা ছাড়া কী?'' আরেকজনের মতে, ‘‘পাহাড়ের কোলে তারা-ভরা আকাশের নীচে উৎসব৷ সুন্দর গান, দারুণ সব মানুষ৷'' অন্য একজন বললেন, ‘‘এতজন শিল্পী একসঙ্গে মিলে ডিজাইন করেছেন, যে যার মতো৷ এটা সত্যি সুন্দর৷''

আরেকটি বিশেষত্ব হলো, সারা সন্ধ্যা জুড়ে কেবেল কার উপত্যকা থেকে প্রায় ২,৩০০ মিটার উচ্চতায় শৃঙ্গ পর্যন্ত যাতায়াত করে৷ দু'টি কারে ডিজে-রা ব্যস্ত, অন্য দু'টিকে শিল্পীরা সাজিয়েছেন৷ কেবিনে ছবি ঠাসা রয়েছে৷

কয়েক ঘণ্টা আগের ঘটনা৷ বার্লিন শহরের জিম আভিনিয়োঁ কেবেল কার বন্ধ হলে কাজ শুরু করতে পারেন৷ তিনি নব্বইয়ের দশকে বার্লিনের ক্লাবগুবিকে তাঁর বিশাল আকারের পপ-আর্ট শিল্পকর্ম দিয়ে সাজিয়েছিলেন৷ জার্মান শিল্পী জিম আভিনিয়োঁ বলেন, ‘‘এখানে আমি আসলে এমন সব জিনিস দেখাতে চাই, মানুষজনকে এক অন্য, নতুন, অদ্ভুত, মজার, হেঁয়ালি ও পাগলামি ভরা এক জগতে নিয়ে যেতে চাই৷ উপরে এসে অবশ্যই তাঁদের সেই অভিজ্ঞতা হবে৷ সাধারণ স্কি-য়ের পাহাড়ের তুলনায় এখানে সব কিছু অন্যরকম৷''

উৎসব শুরু হবার কিছু সময় আগে জিম সব ছবিই শৃঙ্গের উপর আঁকেন৷ দ্রুতগতিতে সস্তার উপকরণ দিয়ে তৈরি শিল্পকর্মই তাঁর বিশেষত্ব৷ এমন সব চটজলদি ছবি দিয়ে তিনি শিল্পের বাজারে অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে সোচ্চার হতে চান৷

জার্মানির ফটোগ্রাফার কাটিয়া রুগে এখানে তাঁর এক সিরিজ তুলে ধরেছেন৷ সেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানালগ সিন্থেসাইজারের ছবি৷ এর বিশেষত্ব হলো, ছবিগুলি উলটো দিকের এক পাহাড়ের গায়ে প্রোজেক্ট করা হচ্ছে৷ এত বড় আকারের ছবি একমাত্র সাধারণ অ্যানালগ স্লাইডের মাধ্যমে তৈরি করা সম্ভব৷ তবে এর জন্য এক বিশেষ প্রোজেক্টর তৈরি করতে হয়েছে৷ যন্ত্রপাতির তাৎপর্যের নিরিখে এই পরিশ্রম সার্থক বলা চলে৷ কাটিয়া রুগে বলেন, ‘‘এই সিন্থেসাইজার ছাড়া ইলেকট্রনিক মিউজিক সম্ভবই হতো না৷ সে কারণেই আমি এগুলির পোর্ট্রেট তৈরি করতে চেয়েছিলাম৷''

এক সংগীতের ম্যাগাজিনের জন্য কাটিয়া এই ফটো সিরিজ তৈরি করেছিলেন৷ ড্যানিয়েল মিলার-এর জন্য সত্যি এর গুরুত্ব রয়েছে৷ এই ব্রিটিশ শিল্পী সত্তরের দশকে সিন্থেসাইজারের প্রতি তাঁর প্রেমের মাধ্যমে সংগীতের ক্ষেত্রে ইতিহাস রচনা করেন৷ তিনিই ‘ডেপেশ মোড' গোষ্ঠীর আবিষ্কর্তা ও প্রোডিউসার৷ কেবেল কারের ডিস্কো কেবিনে তাঁর পারফরমেন্স যেন অতীতে ডুব দেওয়ার মতো৷ ড্যানিয়েল বলেন, ‘‘এটা সত্যি এক বিশেষ অভিজ্ঞতা৷ ৪০ বছর আগে আমি সুইজারল্যান্ডের স্যারমাট-এ ডিজে ছিলাম৷ বয়স তখন ২২৷''

আজকাল আন্তর্জাতিক তারকারা আবার স্কিয়িং-এর এলাকায় পারফরমেন্স দিতে শুরু করে দিয়েছেন৷ রুফিকফ শৃঙ্গে নিকলাস ভর্গ্ট ও তাঁর মডেল স্ত্রী এফা পাডব্যার্গ-এর এক সাংগীতিক প্রকল্পও শোনা যাচ্ছে৷ এফা বলেন, ‘‘পাহাড়ের উপর বরফের মাঝে গান বাজানোর এমন ইভেন্ট আর নেই, কমপক্ষে আমরা এমনটা পাই নি৷ এটা সত্যি এক অভিনব অভিজ্ঞতা৷''

প্রায় ৫০ জন শিল্পী ও সংগীত শিল্পী ‘ফ্যান্টাস্টিক গন্ডোলাস' উৎসবে অংশ নিচ্ছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য