1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

পুটিনের মন বদলাতে ২০ দেশের মনোবিদদের চিঠি

১১ মার্চ ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ইউক্রেন যুদ্ধের মনোজাগতিক প্রভাব নিয়ে খোলা চিঠি লিখেছেন বিশ্বের ২০টি দেশের প্রায় ৪০ জন মনোবিদ৷ ইউক্রেনে হামলার নেতিবাচক প্রভাব সম্পর্কে তাকে ‘সচেতন' করার চেষ্টা করেন তারা৷

https://p.dw.com/p/48Lh3
Russland Moskau | Wladimir Putin während Videokonferenz
ছবি: Mikhail Klimentyev/AP/picture alliance

ইউনিভার্সিটি অব ফ্রাঙ্কফুর্টের সামাজিক মনোবিদ রল্ফ ফান ডিক এবং ইউনিভার্সিটি অব মারবুর্গের উলরিশ ভাগনার এই চিঠির মূল উদ্যোক্তা৷ চিঠিতে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ জন মনোবিদ স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷ বৈজ্ঞানিক তত্ত্ব হাজির করে তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের গতিপ্রকৃতি এবং ব্যক্তি ও সমাজ-জীবনে এর প্রভাব পুটিনের কাছে তুলে ধরেন৷ এই যুদ্ধ শুধু শারীরিক ক্ষতিই নয় ‘বিচ্ছিন্নতারও’ জন্ম দেবে বলে সতর্ক করেন তারা৷ বলেন, দুই দেশের মানুষই যুদ্ধের কারণে ‘জাতিগত বিচ্ছিন্নতার’ শিকার হচ্ছেন৷ অন্যদিকে অর্থনৈতিক সংকটের কারণে তাদের মধ্যে ‘বঞ্চনার বোধ’ বাড়ছে যা রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ, বিক্ষোভ ও বিপ্লবের মূল কারণ হতে পারে৷ সাধারণ মানুষের পাশাপাশি অভিজাতদের উপরেও এর প্রভাব পড়বে বলে মনে করেন তারা৷

চিঠিতে পুটিনকে সতর্ক করে তারা লিখেছেন, অতি আত্মবিশ্বাস খুব সহজেই ভেঙে যায় এবং এ ধরনের নেতারা এক পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে পড়েন৷  ‘‘বাস্তবতার বোধের কারণে মানুষ এক পর্যায়ে যুদ্ধ সূচনাকারী এবং দুর্ভোগ, ক্ষতি ও মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করেন৷’’ পুটিনকে পরামর্শ দিয়ে তারা আরো বলেন, ‘‘মনোজাগতিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রাথমিক প্রস্তাব হলো অবিলম্বে গুলি, বোমাবর্ষণ, লড়াই, হত্যা থামাতে হবে৷ ...যুদ্ধের বিষয়ে আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুন, এই সহিংসতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত রুশ জনগণ বা ব্যক্তিগতভাবে আপনি আসলে কী অর্জন করবেন৷’’

চিঠিতে মনোবিদরা পুটিনকে আলোচনার জন্য সবসময় উদার থাকার আহ্বান জানান৷ তবে এই চিঠি আদৌ পুটিনের কাছে পৌঁছাবে কিনা সেই সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না অধ্যাপক ফন ডিক৷

এফএস/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান