1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশকে সাহায্য করে লাখ ডলার কামাই

১৯ নভেম্বর ২০১৮

বাস্তুহীন এক ব্যক্তি একজন উগ্রপন্থিকে ধরতে পুলিশকে সাহায্য করেছিলেন৷ সেই ভিডিও ভাইরাল হবার পর সাধারণ মানুষের কাছ থেকে এক লাখ ডলার অনুদান পেয়েছেন তিনি৷

https://p.dw.com/p/38VVj
Argentinien Dollar Scheine
ছবি: picture-alliance/dpa/aa/S. Goya

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘটেছে এই ঘটনা৷ গত ৯ নভেম্বর শায়ার আলি নামক এক সোমালিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ছুরি নিয়ে মানুষের ওপর আচমকা হামলা চালান৷ তার হামলায় একজন মারা যান এবং দু'জন আহত হন৷

এ সময় তাকে ধরতে এলে পুলিশের দিকেও তেড়ে যান আলি৷ তখন মাইকেল রজার নামের ঐ বাস্তুহীন ব্যক্তি সুপার মার্কেট থেকে নেয়া একটি ট্রলি নিয়ে আলিকে নিরস্ত করতে উদ্যত হন৷

বেশ কয়েকবার ট্রলি নিয়ে হামলে পড়েন রজার৷ শেষ পর্যন্ত পুলিশ আলিকে গুলি করে৷

অনেকেই ঘটনাটি ভিডিও করেন৷ ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই রজারের প্রশংসা করেন৷ এমনকি ‘গোফান্ডমি' নামের একটি প্রচারণাও চলে রজারের জন্য অর্থ সংগ্রহে৷ লক্ষ্য ছিল তাঁর জন্য ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করা৷ কিন্তু দেখা যায়, তিন দিনেই সেখানে ১ লাখ ৪ হাজার ৭শ' ৯০ অস্ট্রেলিয়ান ডলার (৬০ লাখ টাকারও বেশি) উঠে যায়৷ ৩৭০০ জন অর্থ অনুদান করেন৷

অনেকেই ভিডিও করেন৷ সেগুলোর কোনো কোনোটির ‘ভিউ' দুই লাখ ছাড়িয়ে গেছে৷

জেডএ/এসিবি (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান