1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়েক হাজার পশু উদ্ধার

২১ জুন ২০১৮

আন্তর্জাতিক স্তরে পশু চোরাচালানের বিরুদ্ধে বড়সড় সাফল্য মিললো৷ ৯২টি দেশে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে হাজারো পশু এবং বিপুল পরিমাণ কাঠ৷

https://p.dw.com/p/2zzXq
ছবি: picture-alliance/AP Photo/Interpol

বন্যপ্রাণী ও অরণ্যের কাঠের বেআইনি ব্যবসা রুখতে একমাস ধরে ৯২টি দেশে অভিযান চলেছে৷ বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল জানিয়েছে, এই অভিযানে ২ হাজারের বেশি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে৷

মে মাস জুড়ে চলা অভিযানের পোশাকি নাম ছিল থান্ডারস্টর্ম৷ তাতে ১৯৭৪ টি জিনিস বাজেয়াপ্ত হয়েছে৷ ১৪০০ সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে৷ শুধু ৯২টি দেশের পুলিশ বাহিনী নয়, তার সঙ্গে অভিযানে যুক্ত ছিলেন পরিবেশ, বন, শুল্ক বিভাগের আধিকারিকরাও৷ ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও৷ উদ্ধার করা জিনিসের তালিকা নেহাত কম নয়৷

৪৩ টন বন্যজন্তুর মাংস, (এর মধ্যে ভালুক, হাতি, কুমির, তিমি এবং জেব্রার মাংসও আছে) ১ দশমিক ৩ টন হাতির দাঁত ২৭ হাজার সরীসৃপ (৮৬৯ টি ঘড়িয়াল, কুমির, ৯,৫৯০ টি কাছিম এবং ১০ হাজার সাপ ) প্রায় ৪ হাজার পাখি, (পেলিকান, অস্ট্রিচ, তোতাপাখি ও পেঁচা) উল্লেখযোগ্য পরিমাণে কাঠ ১৪টি বড় বিড়াল গোত্রের পশু (বাঘ, সিংহ, লেপার্ড, জাগুয়ার) পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে মিলেছে এইসব৷ ৮ টন প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে৷ এর মধ্যে চার টন উদ্ধার করেছেন ভিয়েতনামের জলসীমার রক্ষীরা৷ কঙ্গো থেকেআসা একটি জাহাজে ছিল এইসব অবৈধ পন্য৷

অ্যামেরিকাও এইসব অপরাধের বাইরে নয়৷ সেখানকার দুই বিমানকর্মীর ব্যাগে জ্যান্ত কচ্ছপ মিলেছে৷ তারা কোনো দেশে সেগুলি পাচারের পরিকল্পনা করছিলেন৷ তাদের গ্রপ্তার করে চোরাচালানের মামলা রুজু করা হয়েছে৷ ইসরায়েলের এক ব্যক্তিকে ধরা হয়েছে যিনি সোশ্যাল মিডিয়ায় শিকারের ছবি পোস্ট করেছিলেন৷ তার বাড়ি থেকে শিয়াল, খ্যাঁকশিয়াল ও মনগুজের দেহসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে৷

লুইসা রাইট/পিএস