1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপ জন পলের রক্ত চুরি!

২৭ সেপ্টেম্বর ২০২০

প্রয়াত পোপ দ্বিতীয় জন পলের কয়েক ফোঁটা রক্ত স্মারক হিসেবে রাখা ছিল ইটালির স্পোলেটো শহরের এক গির্জায়৷ রক্ত জমা রাখা সেই শিশি চুরি হয়েছে বলে জানিয়েছে দ্য ভ্যাটিকান৷

https://p.dw.com/p/3j3tk
প্রয়াত পোপ দ্বিতীয় জন পলের কয়েক ফোঁটা রক্ত স্মারক হিসেবে রাখা ছিল ইটালির স্পোলেটো শহরের এক গির্জায়৷ রক্ত জমা রাখা সেই শিশি  চুরি হয়েছে বলে জানিয়েছে দ্য ভ্যাটিকান৷
সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ দ্বিতীয় জন পল৷ ছবিটি ২০০১ সালের ছয় ফেব্রুয়ারির৷ ছবি: AFP/M. Sambucetti

ভ্যাটিকানের সংবাদমাধ্যমটি জানিয়েছে, এরই মধ্যেচুরির ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে৷

স্পোলেটা গির্জার আর্চবিশপ রেনাতো বোকার্দো বলেছেন, ‘‘আমি আশা করতে চাই, এটা নিছকই একটি চুরির ঘটনা এবং এর সঙ্গে বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করার কোনো সম্পর্ক নেই৷’’

তিনি আরো বলেন, ‘‘এই চুরি এটা বিক্রি করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়নি, এটিও আমি বিশ্বাস করতে চাই৷’’

২০১৬ সালে এই পোপের রক্তসহ এই শিশি পোল্যান্ডের ক্রাকো গির্জার তৎকালীন আর্চবিশপ কার্ডিন্যাল স্তানিস্লাভ জিভিৎস স্পোলেটা গির্জাকে উপহার হিসেবে দেন৷ ২০০৫ সালে মৃত্যুবরণ করা পোলিশ পোপ দ্বিতীয় জন পলের দীর্ঘদিনের সহচর ছিলেন কার্ডিন্যাল স্তানিস্লাভ৷

এডিকে/এসিবি (এএফপি)

২০১৯ সালের ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য