1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিস হামলার পর

১৫ জুন ২০১৬

দুই পুলিশকর্মীকে হত্যা করেই ক্ষান্ত হতে চায়নি প্যারিসের আততায়ী৷ জিহাদিদের উদ্দেশ্যে আরও হত্যাকাণ্ড চালিয়ে যাবার আহ্বান জানিয়েছিল সে৷ এদিকে আইএস-এর বিরুদ্ধে সংগ্রাম জোরদার করতে চায় ওয়াশিংটন ও প্যারিস৷

https://p.dw.com/p/1J6lS
প্যারিস হামলা
ছবি: picture-alliance/AP Photo/T. Camus

সন্ত্রাসী হামলার মুখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ দুই দেশের সহযোগিতা আরও নিবিড় করার অঙ্গীকার করেছেন৷ ওলঁদ নিজে প্যারিসের মার্কিন দূতাবাসে গিয়ে অরল্যান্ডো হত্যাকাণ্ডের নিন্দা করে সংহতি প্রকাশ করেছেন৷ এ জন্য ওবামা টেলিফোনে তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি প্যারিসে নিহত পুলিশ কমান্ডার ও তাঁর সঙ্গিনীর হত্যাকাণ্ডের নিন্দা করে সহানুভূতি জানিয়েছেন৷ তথাকথিত ইসলামিক স্টেটকে ধ্বংস করতে দুই নেতাই বদ্ধপরিকর বলে জানিয়েছেন৷

এদিকে জানা গেছে যে, পুলিশ দম্পতির হত্যাকারী সম্ভবত আরও হত্যার ষড়যন্ত্র করছিল৷ সে ‘ভিআইপি'-দের একটি তালিকা তৈরি করে তার অনুগামীদের ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা চলাকালীন হত্যালীলা চালিয়ে এক ‘কবরখানা' সৃষ্টি করার আহ্বান জানিয়েছিল৷ পুলিশ তার বাড়িতে তিনটি ছুরিও খুঁজে পেয়েছে, যার মধ্যে একটি রক্তমাখা ছিল৷

পুলিশের গুলিতে মৃত্যুর আগে প্যারিসের আততায়ী লারোসি আবালা এক ফেসবুক ভিডিও-র মাধ্যমে সে হামলার কথা স্বীকার করে জিহাদিদের উদ্দেশ্যে আরও এমন হত্যাকাণ্ড চালানোর ডাক দিয়েছিল৷ পরে ফেসবুক সেটি সরিয়ে নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, যে তারা এই হত্যাকাণ্ডের পর ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে৷

এই ঘটনার ফলে সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি এমন ভিডিও সম্প্রচারের বিভিন্ন দিক নিয়ে বিতর্ক চলছে৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য