1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার অনন্ত বিজয়

৯ জুন ২০১৫

প্রায় এক মাস আগে সিলেটে খুন হয়েছিলেন মুক্তমনা ব্লগের ব্লগার অনন্ত বিজয় দাস৷ এই ঘটনায় সন্দেহভাজন হিসাবে সিলেটের এক আলোকচিত্র সাংবাদিককে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)৷

https://p.dw.com/p/1Fdtr
Bangladesch Proteste gegen den Mord an den Blogger Ananta Bijoy Das
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, গ্রেপ্তার ইদ্রিস আলী (২৪) ‘সবুজ সিলেট' পত্রিকার আলোকচিত্রী৷ পাশাপাশি দৈনিক সংবাদেও কাজ করেন তিনি৷

সিআইডি-র বিশেষ সুপার আব্দুল্লাহেল বাকি বিডিনিউজকে জানান, ‘‘সন্দেহভাজন হিসাবে ইদ্রিসকে আটক করা হয়েছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের তথ্য পাওয়া যাবে বলে আমাদের ধারণা৷ এ কারণে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে৷''

সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত হত্যা মামলায় আলোকচিত্র সাংবাদিককে গ্রেপ্তারের খবরটি ফেসবুক পাতায় শেয়ার করেছে গণজাগরণ মঞ্চ

এই মামলায় একজনের গ্রেপ্তার হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন সুশান্ত দাশগুপ্ত৷ নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি নিজেকে আওয়ামী লীগের একজন সামাজিক মাধ্যম অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন৷

মুনাজির হুসেইন সৈয়দ নামে এক টুইটার ব্যবহারকারী একটি গণমাধ্যমের খবর শেয়ার করেছেন৷ প্রতিবেদনটিতে একটি ছবি প্রকাশ করে দাবি করা হয়, ঐ ছবির সূত্রেই আলোকচিত্র সাংবাদিককে আটক করা হয়েছে৷

এদিকে, আলোকচিত্র সাংবাদিকের গ্রেপ্তার হওয়ার খবরে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সহিদুজ্জামান পাপলু ৷ নিজের পরিচয় হিসেবে তিনি নিজেকে ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সভাপতি বলে উল্লেখ করেছেন৷ পাপলু লিখেছেন, ‘‘... কচ্ছপ গতির প্রশাসন খুনি খুঁজে বের করার একটা অবলম্বন পেয়েছে৷ কিন্তু এটাই কি চূড়ান্ত কোনো কিছু৷ যদি আগামীতে ছবি তোলার অপরাধে সকল সাংবাদিককে প্রথম সন্দেহভাজন ধরে নেয়া হয়৷ এটাও একটা বড় প্রশ্ন৷''

সিলেট শহরে শিবিরের ছেলেদের পদচারণা বাড়ছে দাবি করে পাপলু বলেন, ‘‘বাইকে, রিক্সায়, গাড়িতে, বাড়িতে, বাজারে সব জায়গায় এখন তাদের পাওয়া যায়৷ অনন্ত হত্যার পর আমার দেখা মিনিমাম চারদিন তাদের আমার পেছনে বা সামনে সন্দেহভাজন চলাফেরা দেখতে পেয়েছি৷ কিন্তু এরা প্রত্যেকেই এখন বিভিন্ন নৃশংস কর্মকাণ্ডের জন্য কারাগারে থাকার কথা৷ কিন্তু এখানে ব্যতিক্রম৷ খালি একটা পয়েন্ট ধরে তো এগোলে হবে না৷ প্রথম ছবি তোলা সাংবাদিকই শুধু সন্দেহভাজন হবে কেন? এলাকার মৌলবাদি গোষ্ঠীর অনেকেই না কেন?'' তবে অন্তত একজনকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷

কামরুল আহসান ফটোগ্রাফার গ্রেপ্তারের খবরটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘‘আঁতাত তাত্ত্বিকদের উদর এত সহজে পূর্তি হচ্ছে না নিশ্চিত৷ আশা করি ঘটনার সাথে জড়িত সবাই ধরা পড়বে৷''

একজনকে গ্রেপ্তার করা হলেও তাঁর বিচারকার্য সম্পাদন নিয়ে যেন কিছুটা সন্দেহ প্রকাশ করলেন আতাহার বাদশা৷ কেননা ফেসবুকে শেয়ার হওয়া এ সংক্রান্ত একটি প্রতিবেদনের নীচে তাঁর মন্তব্য ছিল এরকম, ‘‘এ সরকার উদ্যোগহীন...তাই বিচারকার্যের আশা ক্ষীণ৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান