1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম বিতর্কেই কোণঠাসা ব্লুমবার্গ

২০ ফেব্রুয়ারি ২০২০

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা মঙ্গলবার টেলিভিশন বিতর্কে ধনকুবের মাইকেল ব্লুমবার্গকে জোরালো আক্রমণ করলেন৷ ব্লুমবার্গ অতীতের ভুল স্বীকার করেও নিজেকে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে তুলে ধরলেন৷

https://p.dw.com/p/3Y2Mi
প্রথম টেলিভিশন বিতর্কে মাইকেল ব্লুমবার্গ
ছবি: AFP/B. Bennett

চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক দলের কোন প্রার্থী শেষ পর্যন্ত আসরে নামবেন, তা এখনো স্পষ্ট নয়৷ দলের মনোনয়ন পেতে জোরালো প্রতিযোগিতা চলছে৷ একের পর এক রাজ্যে প্রার্থীরা দলীয় ভোটারদের সমর্থন পেতে বিতর্কে অংশ নিচ্ছেন৷ প্রাইমারি পর্বে জনপ্রিয়তা পরখ করার সুযোগ গ্রহণ করছেন প্রার্থীরা৷

বুধবার নেভাদা রাজ্যে এমনই এক বিতর্কে এই প্রথম অংশ নিলেন মাইকেল ব্লুমবার্গ৷ তিন দিন পর সেখানে প্রাইমারি পর্বে ভোটগ্রহণ হবে৷ দেরিতে প্রার্থিত্ব ঘোষণা করায় তিনি এতদিন এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি৷ নিউ ইয়র্ক শহরের প্রাক্তন মেয়র ও ধনকুবের নিজের প্রচার অভিযানের জন্য কোটি কোটি ডলার ব্যয় করে চলেছেন৷ অর্থবলে বাকি প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন তিনি৷

নেভাদায় ডেমোক্র্যাটিক দলের বাকি প্রার্থীরা ব্লুমবার্গের কড়া সমালোচনা করলেন৷ ব্লুমবার্গ জলের মতো টাকা খরচ করে হোয়াইট হাউসে প্রবেশের ছাড়পত্র কিনে নেবার চেষ্টা করছেন বলে বাকিরা অভিযোগ করেন৷ তাছাড়া ব্লুমবার্গ মনোনয়ন পেলে মেয়র ও ব্যবসায়ী হিসেবে তাঁর গোলমেলে কার্যকলাপের আলোকে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের ভরাডুবি হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন৷ নারীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের কারণেও ব্লুমবার্গকে নিশানা করা হয়৷ এ ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো পার্থক্য নেই বলে এলিজাবেথ ওয়ারেন মনে করেন৷ নিউ ইয়র্ক শহরে কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক এক পদক্ষেপের জন্যও ব্লুমবার্গকে সমালোচনার মুখে পড়তে হয়৷

প্রবল আক্রমণের মুখে ব্লুমবার্গ কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবার পক্ষে তিনি নিজের যুক্তি পেশ করেন তিনি৷ প্রচারে ব্যয়ের অঙ্ক সম্পর্কে তিনি বলেন, ডনাল্ড ট্রাম্পকে তাড়ানোর জন্যই তিনি টাকা খরচ করছেন৷ কারণ, এর থেকে খারাপ প্রেসিডেন্ট এর আগে কখনো ক্ষমতায় আসেননি৷ সেই কাজে সফল হলে সেটা অ্যামেরিকা ও তাঁর সন্তানদের জন্য বড় অবদান হবে৷ ফৌজদারি আইন সম্পর্কে অতীতে নিজের কিছু ভুল স্বীকার করে তার জন্য দুঃখ প্রকাশ করে ব্লুমবার্গ বলেন, উপস্থিত সব প্রার্থীর অতীত ঘাঁটলেই এমন ভুলত্রুটি বেরিয়ে আসবে৷ সে ক্ষেত্রে কেউই টিকে থাকতে পারবেন না৷

ব্লুমবার্গ বনাম বাকি প্রার্থীদের এই সংঘাতের জের ধরে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী তালিকা দ্রুত ছোট হয়ে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ সে ক্ষেত্রে ব্লুমবার্গ ছাড়া হাতে গোনা কয়েকজন প্রার্থী বাকি প্রক্রিয়া চলাকালীন টিকে থাকতে পারবেন৷ বিশেষ করে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও এলিজাবেথ ওয়ারেন এবার সাফল্য না পেলে দৌড় থেকে ছিটকে বেরিয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে বার্নি স্যান্ডার্স ও পিট বুটিজিজ আপাতত দৌড়ে এগিয়ে রয়েছেন৷ ব্লুমবার্গ সান্ডার্সের সমাজতান্ত্রিক ভাবাদর্শ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, সেকেলে এই ভাবধারা আজকের জমানায় অচল৷

ডনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক পদপ্রার্থীদের বিতর্ক বেশ উপভোগ করছেন৷ বিশেষ করে ব্লুমবার্গের দশা সম্পর্কে তিনি এক জনসভায় মন্তব্য করেন৷ ট্রাম্প বলেন, ‘‘শুনলাম আজ রাতে তিনি জোরালো আক্রমণের মুখে পড়ছেন৷''

এসবি/এসিবি (রয়টার্স, এপি)