1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবল বর্ষণে ভেসে গেল শত শত গাড়ি

Sanjiv Burman১৮ জুন ২০১৯

রাস্তার পাশে সারি সারি গাড়ি৷ হঠাৎ ছুটে এলো জলস্রোত৷ মুহূর্তেই সব গাড়ি উধাও৷ চীনের ভয়াবহ এই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল৷ লাখো মানুষ দেখছেন সেই ভিডিও, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও প্রচার করছে সেই ভিডিও৷

https://p.dw.com/p/3Kcen
Taifun Soudelor in China
ছবি: Reuters/Str

গার্ডিয়ানসহ অনেক সংবাদমাধ্যমের ওয়েবসাইটেই শোভা পাচ্ছে এই ভিডিও৷ ছোট এই ভিডিওটি দেখে আঁতকে উঠেছেন অনেকেই৷ অনেকেই দেখে ভাবছেন, এমন সাজানো-গোছানো শহরটিতে হঠাৎ কোত্থেকে এলো এমন সর্বনাশা পানির স্রোত! স্রোত কি শুধু গাড়িই ভাসিয়ে নিয়েছে? মানুষ হতাহত হয়নি?

এসবের জবাব পাওয়া যায়নি৷ ঘটনাটি চীনের দক্ষিণ-পূর্বের ফুজিয়ান রাজ্যের একটি শহরের৷ প্রবল বর্ষণের কারণে হওয়া ভূমিধস এবং ভূমিধসের কারণে শুরু হওয়া বন্যায় ক্ষয়-ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য চীনের গণমাধ্যমেও বিস্তারিত আসেনি৷

গত সপ্তাহে সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে চলে আসা এই ভিডিও দেখা হয়েছে কয়েক লাখবার৷ গার্ডিয়ান জানিয়েছে, ভিডিওটি চীনে ফুজিয়ানের৷ প্রবল বর্ষণে চীনে কয়েক হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ হতাহতও হয়েছে৷  

এসিবি/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য