1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপে নজর রাখুন ছয়জনের দিকে

১৯ জুন ২০১১

প্রমীলা বিশ্বকাপের আর মাত্র সাতদিন বাকি৷ জুনের ২৬ তারিখ জার্মানিতে পর্দা উঠবে এই আসরের৷ চলবে জুলাই, ১৭ অবধি৷ চলুন এই আসরের সম্ভাব্য কয়েক তারকা সম্পর্কে খানিকটা জেনে নেওয়া যাক৷

https://p.dw.com/p/11f5i
Brazil's soccer player Marta holds the cup after she was awarded with the FIFA Ballon d'Or, women soccer player of the year 2010, during a ceremony in Zurich, Switzerland, Monday, Jan. 10, 2011. (Foto:Frank Augstein/AP/dapd)
২০১০ এর সেরা ফুটবলারের পুরষ্কার হাতে ব্রাজিলের মার্টাছবি: dapd

মার্টা

ব্রাজিলের ফুটবল তারকা মার্টা৷ পুরুষদের ফুটবলে লিওনেল মেসি কিংবা ডেভিড ব্যাকহাম যেমনটা জনপ্রিয়, তেমনি প্রমীলা আসরে জনপ্রিয় মার্টা৷ পুরো নাম মার্টা ভিয়েরা ডা সিলভা৷ ২০০৬ সাল থেকে ২০১০ অবধি টানা পাঁচবার বিশ্বের সেরা প্রমীলা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি৷ মার্টার উচ্চতা মাত্র পাঁচ ফুট চার ইঞ্চি, তবে মাঠে দুর্দান্ত গতি আর প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদের নানা কৌশল -- তাঁর খেলাকে এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে৷ ব্রাজিলের কোচ ক্লাইটন লিমা তাই যথার্থই বলেছেন, পুরুষের ফুটবলে পেলের যেমন গুরুত্ব, প্রমীলা ফুটবলে মার্টা তেমনই গুরুত্বপূর্ণ৷

বিরগিট প্রিন্স

২০০৩ এবং ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী জার্মান দলের তারকা বিরগিট প্রিন্স৷ বিশ্বকাপের প্রমীলা আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি৷ মোট ১৪টি গোল করেছেন জার্মান দলের এই অধিনায়ক৷ এবারই শেষ বিশ্বকাপ তাঁর৷ আশা স্বাগতিকদেরকে টানা তৃতীয়বার বিশ্বকাপ এনে দেবেন৷ বিশ্বকাপ ছাড়াও বিরগিটের উপস্থিতিতে পাঁচবার ইউরোপীয়ান চ্যাম্পিয়ানশীপ জয় করেছে জার্মান দল৷ এই তারকা ২০০৩ থেকে ২০০৫ অবধি টানা তিনবার বিশ্বের সেরা ফুটবলার খেতাব জয় করেন৷

Germany's Birgit Prinz is seen during their first round Women's Euro 2009 soccer match against Norway in Tampere, Finland, Monday, Aug. 24, 2009. The Women's European soccer championships take place in Finland from Aug. 23 to Sept. 10, 2009. (AP Photo/Matthias Schrader)
নজর রাখতে হবে জার্মানির অধিনায়ক বিরগিট প্রিন্সের দিকেওছবি: AP

এমি রডরিগেজ

১৯৯৯ সালের পর বিশ্বকাপ জয়ের স্বাদ আর পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র৷ তবে এমি রডরিগেজসহ এক নবীন মার্কিন দল এবার অংশ নেবে বিশ্বকাপে৷ ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে এমি চমক দেখান৷ আক্রমণভাগের এই তারকা সেই আসরে চারটি খেলায় অংশে নেয়, গোল্ড মেডেল জয় করে যুক্তরাষ্ট্র৷ এছাড়া গত বছর অক্টোবরে গুয়াতেমালার বিপক্ষে হ্যাটট্রিক করেন এমি৷ বিপজ্জনক আক্রমণকারী হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর৷

এবেরি অরজি

এবেরি অরজি'র বয়স মাত্র আঠারো বছর৷ এই বয়সেই নাইজেরিয়া দলের অন্যতম ভরসা তিনি৷ ২০১০ সালের অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে দুই গোল করেন অরজি৷ জার্মানিতে সেই খেলায় অবশ্য হার মানে তাঁর দল৷ তবে এবার অরজি'র প্রত্যয়, আবারো জার্মানিতে ফিরেছি আমরা, এই আসরে আমাদের লক্ষ্য হচ্ছে আরেকটি ফাইনাল ম্যাচ৷

মানা ইওয়াবুচি

মানা ইওয়াবুচিকে জাপানের ভবিষ্যত তারকা হিসেবে মনে করা হচ্ছে৷ সেদলের বর্তমান অধিনায়ক হোমারি সাওয়ার উত্তরসূরি হবেন মানা, এমনটাই গুঞ্জন৷ ইতিমধ্যে তাঁর সাফল্যের খাতায় যোগ হয়েছে ২০১০ সালের পূর্ব এশিয়া প্রমীলা চ্যাম্পিয়ানশীপ৷ ২০০৯ সালের অনুর্ধ্ব প্রমীলা এশিয়া কাপও জয় করে মানা'র দল৷

কিয়া সিমন

অস্ট্রেলিয়ার কিয়া সিমন ২০১০ সালের এশিয়া প্রমীলা বিশ্বকাপে সাড়া জাগান৷ তবে এবারের বিশ্বকাপে গ্রুপ-ডি'তে অসিদের প্রতিপক্ষ নরওয়ে এবং ব্রাজিল৷ তাই নিজেদের সাধ্যের চেয়ে বেশি কিছু দেখাতে না পারলে এই আয়োজনে বড় কোন চমক দেখাতে পারবে না অস্ট্রেলিয়া৷ তবে অস্ট্রেলিয়ার কোচ টম সিরমানি স্বপ্ন দেখছেন সিমনকে নিয়ে৷ খেলার কঠিন সময়ে ঠান্ডা মাথায় গোল করতে সক্ষম সিমন৷ তাই তাঁকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া হয়ত চমক দেখাবে৷ বলে রাখি, অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত ঘরোয়া আসরে সিমন সিডনি'র পক্ষে গোল করেছেন ১২টি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক