1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে ছাত্রলীগ সভাপতির বিস্ময়কর বক্তব্য

৯ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতির প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে একটি বক্তব্য ভাইরাল হয়ে ঘুরছে ইন্টারনেট জগতে৷

https://p.dw.com/p/2qY2X
Screenshot Youtube- DBC NEWS
ছবি: Youtube

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ তাদের এক টকশো'র শিরোনাম করেছিল ‘ছাত্র লীগের ৭০ বছর'৷ গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত ওই টক শো'তে ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন ও ছাত্রদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগও অংশ নেন৷

আলোচনার এক পর্যায়ে অনুষ্ঠানটির সঞ্চালক নবনীতা চোধুরী এক দর্শকের প্রশ্ন তুলে ধরে সাইফুর রহমান সোহাগকে বলেন, ‘‘ছাত্রলীগের ভালো কাজ তো অনেক প্রশংসার দাবি রাখেই, আবার অনেক আঘাত পাই, যখন শুনি এইছাত্রলীগের কেউ আবার খারাপ কাজে সেঞ্চুরি করে,বিশ্বজিতের মতো নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে, প্রশ্নপত্রা ফাঁসের মতো কাজে নির্দ্বিধায় জড়িয়ে পড়ে৷ তাহলে ছাত্রলীগ থেকে কী শেখার আছে?''

উত্তরে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘‘যেখানে বাংলাদেশের কোথাও প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনাই ঘটে না, সেখানে কিভাবে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ছাত্রলীগ জড়িত, বলেন?'' ছাত্রলীগ সভাপতির এরকম উত্তরে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন সঞ্চালক৷

ডিবিসি নিউজে টকশো'টি প্রচার হওয়ার পরপরই ছাত্রলীগ সভাপতির ওই বক্তব্যের অংশটুকুর ভিডিও অনেকে ইউটিউব চ্যানেলে শেয়ার করেন৷

বাংলাদেশে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়মিতই ঘটছে৷ আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে৷

এমএম/এসিবি