1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণ বাঁচাবে এয়ার অ্যামবুলেন্স

১৭ এপ্রিল ২০১৭

পথ দুর্ঘটনা, আচমকা হৃদযন্ত্রের সমস্যাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা অত্যন্ত জরুরি৷ এর জন্য শুধু এমারজেন্সি ডাক্তার নয়, গোটা অবকাঠামো প্রস্তুত রাখতে হয়৷ জার্মানির এক হাসপাতাল সেই কাজই করে আসছে৷

https://p.dw.com/p/2bKoj
Symbolbild - Sanitäter
ছবি: Fotolia/Photographee.eu

জার্মানির এয়ার অ্যামবুলেন্স পরিষেবার আধুনিকতম হেলিকপ্টারগুলির একটি নিয়ে ডাক্তাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে পারেন৷ মাত্র ১৫ মিনিটের মধ্যে তাঁরা ৫০ কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন৷ প্রাথমিক সাহায্যের সার্বিক অবকাঠামোর অংশ এই হেলিকপ্টার৷ বছরে ৫০০ বারেরও বেশি প্রয়োজন হয় এই পরিষেবার৷ মানুষের প্রাণ বাঁচাতে প্রত্যেকটি মিনিট গুরুত্বপূর্ণ৷

এমারজেন্সি ডাক্তার হিসেবে প্রো. ইয়র্গ বেনেকার বলেন, ‘‘আমরা জানি, রোগের লক্ষণ দেখা দিলে অথবা দুর্ঘটনা ঘটলে এক ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছানো উচিত৷ দেড় ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু হয়ে যাওয়া উচিত৷ অর্থাৎ অপারেশন থিয়েটারে পৌঁছানো নয়, সার্জেন ছুরি চালানো পর্যন্ত আমাদের এই এক ঘণ্টার সীমা ধরে রাখতে হয়৷ তারপর প্রতি মিনিটে বাঁচার সম্ভাবনা কমতে থাকে৷''

উড়ন্ত ডাক্তাররা এক কোমা রোগীকে নিয়ে ফিরছেন৷ ডাক্তার এরই মধ্যে হাসপাতালে রোগী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিয়েছেন৷ তাঁর মস্তিষ্কে রক্ষক্ষরণ হচ্ছে৷ এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব বিভাগের নিখুঁত সহযোগিতার প্রয়োজন রয়েছে৷ প্রো. বেনেকার বলেন, ‘‘এই ব্যবস্থা চালু রাখতে এয়ার অ্যাম্বুলেন্সের এমারজেন্সি ডাক্তারদের টিমের মধ্যে পারস্পরিক সহযোগিতা সবচেয়ে জরুরি৷ একে অপরের প্রতি সম্পূর্ণ আস্থা থাকতে হবে৷ একদিকে জটিল উড়ন্ত যন্ত্র, অন্যদিকে জটিল চিকিৎসা প্রযুক্তি৷ সেইসঙ্গে রোগীদের জটিল শারীরিক অবস্থা৷ ফলে গোটা বিষয়টা মোটেই সহজ নয়৷''

বার্লিনের অ্যাকসিডেন্ট ক্লিনিক জার্মানির অন্যতম আধুনিক বলে পরিচিত৷ ‘এমারজেন্সি রুম' তার প্রাণকেন্দ্র৷ সেখানে সব বিশেষজ্ঞরা মিলে রোগীদের বাঁচানোর চেষ্টা করেন৷ হাসপাতালের পরিচালক প্রো. আক্সেল এক্যার্নকাম্প বলেন, ‘‘গোটা হাসপাতাল এমনভাবে তৈরি করা হয়েছে, যে রোগী পায়ে হেঁটে অথবা স্ট্রেচারে শুয়ে যত দ্রুত সম্ভব সঠিক জায়গায় পৌঁছে যেতে পারেন৷ জটিল হলেও এমন ব্যবস্থা করা হয়েছে৷ এমারজেন্সি রুমে পৌঁছালে এক প্রশিক্ষণপ্রাপ্ত টিম তাদের রোগ নির্ণয় করে৷ আলট্রাসাউন্ড, রেসপিরেটর, কম্পিউটার টোমোগ্রাফি – সব ব্যবস্থা থাকে৷ এমারজেন্সি রোগীর এমন এক জায়গা থাকা চাই, যার উপর তিনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন৷''

হাসপাতালে অপারেশনের সময় এমারজেন্সি ডাক্তার ও তাঁর টিম আবার আকাশপথে রওয়ানা হয়েছেন৷ আবার সময়ের বিরুদ্ধে সংগ্রামের পালা, আবার মানুষের জীবন বিপন্ন৷ এমারজেন্সি ডাক্তার হিসেবে মানসিক চাপও একটা চ্যালেঞ্জ বটে৷ প্রো. ইয়র্গ বেনেকার বলেন, ‘‘আমার মনে হয় চিকিৎসাশাস্ত্রের যে কোনো ক্ষেত্রেই রোগীদের পরিণতি মেনে নিতে শিখতে হয়৷ অথবা সেটা শেখাও হয়তো সম্ভব নয়৷ দুর্ঘটনাগ্রস্ত রোগীদের বাঁচাতে পারলে তাঁদের আবার পেশা ও পরিবারের কাছে ফিরে যাবার ক্ষেত্রে কিছুটা অবদান রাখা যায়৷''

এই টিম প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে৷ অত্যন্ত দক্ষতার সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি, ডাক্তার ও রোগীদের মধ্যে সমন্বয়ই আসল চ্যালেঞ্জ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য