1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাথমিক বিদ্যালয়

১৬ জুলাই ২০১২

ছাত্ররাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে৷ দেবে মতামত৷ আর এজন্য বাংলাদেশের ১৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে গঠন করা হয়েছে ‘প্রাইমারি স্কুল স্টুডেন্টস কাউন্সিল’৷

https://p.dw.com/p/15Y6d
ছবি: DW

এই কাউন্সিলের প্রতিনিধিরা আবার নির্বাচিত হয়েছেন ছাত্রদের ভোটে৷

প্রধামন্ত্রী শেখ হাসিনা এই কাউন্সিলের কাজ দেখার পর বলেছেন পর্যায়ক্রমে দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেও স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হবে৷

শিশুরা যদি দেশের ভবিষ্যৎ কর্ণধার হয় তাহলে তাদের মধ্যে গণতন্ত্র এবং নেতৃত্বের চর্চা শুরু করতে হবে গোড়া থেকেই৷ তাদের জানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং তার সুফল সম্পর্কে৷ আর তা শুধু কেতাবে নয়, হতে হবে বাস্তবে৷ তাই দেশের ১৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে গঠন করা হয়েছে প্রাইমারি স্কুল স্টুডেন্টস কাউন্সিল৷ এই কাউন্সিলের সদস্য হলো ছাত্ররাই৷ তারা আবার ভোটে নির্বাচিত৷ তাদের কাজ হলো বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখা, মতামত দেয়া, আলোচনা করা৷

এই শিশু কাউন্সিলরদের সম্মেলন আয়োজন করা হয়েছে ঢাকায়৷ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের কাজের উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে৷ তারপর প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গণতন্ত্রের জন্য যে লড়াই আর ত্যাগ করেছেন তা মনে হচ্ছে সফল হয়েছে৷ কারণ গণতন্ত্রের বীজ একদম যেখানে বপন করা দরকার সেখানেই, সেই শিশুদের মাঝে বপন করা হচ্ছে৷

তিনি বলেন, তাঁর সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে৷ তাই ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমু্ক্ত করা হবে৷

প্রধানমন্ত্রী বলেন, এই শিশুরা দেশের আগামী দিনের নেতা৷ তাই তাদের সব সুশিক্ষা ছোট বেলা থেকেই দিতে হবে৷

স্টুডেন্টস কাউন্সিল শুধু প্রাথমিক বিদ্যালয়েই সীমাবদ্ধ থাকবে না৷ প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়েও স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হবে৷ তাদের সামনে উন্মুক্ত করা হবে গণতান্ত্রিক চর্চা৷ গড়ে তোলা হবে গণতন্ত্র প্রিয় নেতৃত্ব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য