1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিয়তির ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগের তদন্তে ইন্টারপোল

আরাফাতুল ইসলাম টন্টন থেকে
১৮ জুন ২০১৯

এক বাংলাদেশি ব্যবসায়ীর হাতে ‘যৌনহেনস্থার শিকার’ হওয়ার ঘটনা ফেসবুকে প্রকাশ করে গতবছর তুমুল বিতর্ক সৃষ্টি করেছিলেন মাকসুদা আক্তার প্রিয়তি৷ বিষয়টি এখন ইন্টারপোল তদন্ত করছে৷

https://p.dw.com/p/3KdAd

গতবছর ফেসবুক লাইভে এক গুরুতর অভিযোগ তোলেন সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি৷ বাংলাদেশ বিংশোদ্ভূত এই মডেল দাবি করেন, ২০১৫ সালে বাংলাদেশে এক ব্যবসায়ী তাঁকে ‘ধর্ষণের চেষ্টা’ করেছিল৷ 

সেই ঘটনা নিয়ে এমন একসময় মুখ খোলেন প্রিয়তি যখন গোটা বিশ্বেই ইংরেজিতে ‘মিটু’ হ্যাশট্যাগ ব্যবহার করে অনেক নারীই যৌন হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন৷ সেসময় বাংলাদেশের অল্প কয়েকজন নারী অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন৷ প্রিয়তি তাদের একজন৷ 

টন্টনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখা শেষে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়তি জানান, যৌন হয়রানির বিষয়ে আয়ারল্যান্ডের পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি৷ বিষয়টি তদন্ত করছে ইন্টারপোল৷ তবে, বাংলাদেশের মূলধারার গণমাধ্যম তাঁর অভিযোগের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ থেকে দূরে থেকেছে বলেও দাবি করেন তিনি৷