1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিপাইন্সে বিদেশি জঙ্গি

২৬ মে ২০১৭

ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মারাউয়ি শহরে সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত জঙ্গিদের মধ্যে বিদেশিরাও আছেন বলে জানিয়েছেন দেশটির সলিসিটর জেনারেল ও সরকারের প্রধান আইনজীবী জোসে কালিদা৷

https://p.dw.com/p/2dbPE
Philipinnen Kämpfe bei Marawi
অভিযানে অংশ নিচ্ছেন সামরিক বাহিনীর সদস্যরাছবি: Reuters/R. Ranoco

সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মিন্দানাওতে যা ঘটছে তার সঙ্গে শুধু ফিলিপাইন্সের নাগরিকরা জড়িত নন৷ মালয়েশীয়, ইন্দোনেশীয়, সিঙ্গাপুরীয় সহ অন্যান্য বিদেশি জঙ্গিরা মারাউয়িতে লড়ছেন৷’’

ফিলিপাইন্সের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেসটিটুটো প্যাডিলা জানিয়েছেন, মারাউয়িতে সংঘাতে ছয়জন বিদেশি জঙ্গি নিহত হয়েছেন৷ এদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন৷

প্রধান আইনজীবী জোসে কালিদা বলছেন, তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর নির্দেশে মিন্দানাওতে ‘আইএস রাজ্য’ গড়ার লক্ষ্যে বিদেশি জঙ্গিরা এসেছেন৷ আইএস এই বিদেশি জঙ্গিদের বলেছে, তাঁরা যদি ইরাক ও সিরিয়াতে যেতে না পারে, তাহলে যেন মিন্দানাওতে যায়৷

Karte Philippinen ENG

এদিকে মারউয়িতে গত চারদিন ধরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও জঙ্গিদের মধ্যে চলা সংঘাতে ৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এর মধ্যে ১১ জন সেনা, দুইজন পুলিশ সদস্য ও ৩১ জন জঙ্গি৷

ফিলিপাইন্সের অন্যতম শীর্ষ জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের অন্যতম নেতা ইসনিলন হাপিলনকে ধরতে পুলিশ মঙ্গলবার মারাউয়ি শহরে অভিযান চালিয়েছিল৷ এর প্রতিক্রিয়ায় জঙ্গিরা ঐ শহরে তান্ডব চালিয়ে একটি বড় অংশ দখল করে নেয়৷ জঙ্গিদের দখলে নেয়া একটি হাসপাতালে দুই জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন৷ এছাড়া জঙ্গিদের স্থাপন করা চেকপয়েন্টে আরও নয় ব্যক্তিকে হত্যার খবরের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার বিকালে মিন্দানাওয়ে সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে৷ এরপর থেকেই সেখানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে৷

Philippinen Soldat mit Steckbrief eines Abu Sayyaf-Mitglieds
এক সেনাসদস্য ফিলিপাইন্সের আইএস প্রধান হাপিলনের ছবি সম্বলিত লিফলেট বিলি করছেনছবি: Reuters/M. B. Navales

আবু সায়াফের অন্যতম নেতা ইসনিলন হাপিলন এখনও মারাউয়িতে আছেন বলে এপি-কে জানিয়েছেন জেনারেল এদুয়ার্দো আনো৷ হাপিলনকে ফিলিপাইন্সে আইএস-এর প্রধান করা হয়েছে৷ বিশ্বের অন্যতম বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাকে ধরার জন্য যুক্তরাষ্ট্র অর্ধকোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে৷

আবু সায়াফ ছাড়াও ফিলিপাইন্সের আরেক জঙ্গি গোষ্ঠী মাউতে আইএস-এর প্রতি আনুগত্য প্রদর্শন করেছে৷ বিদেশিদের জিম্মি করে অর্থ আদায়ের জন্য পরিচিত আবু সায়াফ৷ তাছাড়া দেশটিতে চালানো কয়েকটি বড় হামলার জন্যও তাদের দায়ী করা হয়৷ ২০০৪ সালে একটি ফেরিতে হামলা চালিয়ে একশ' জনের বেশি মানুষকে হত্যা করে আবু সায়াফ৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)