1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্কফুর্ট বইমেলা বইপ্রেমীদের তীর্থ স্থান - ত্রিদিব চট্টোপাধ্যয়

১৩ অক্টোবর ২০১১

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে চলছে বিশ্বের বৃহত্তম বইমেলা৷ চলবে ১৬ অক্টোবর পর্যন্ত৷ মেলায় আগতদের মন্তব্য, বইপ্রেমী পাঠক, লেখক এবং প্রকাশকদের কাছে এটি যেন এক তীর্থ স্থান৷ এখানে না আসলে বোঝা যায় না এর বিশালতা ও গুরুত্ব৷

https://p.dw.com/p/12rQT
ফ্রাঙ্কফুর্টে এ বছর অতিথি দেশ আইসল্যান্ডছবি: AP

বিশ্বের নানা দেশ ও ভাষার বই এসে হাজির হয়েছে ফ্রাঙ্কফুর্ট শহরের এই ঐতিহ্যবাহী বইমেলায়৷ বাংলাদেশ ও ভারত থেকেও এসেছেন বেশ কিছু কবি, সাহিত্যিক এবং প্রকাশনার সাথে যুক্ত ব্যক্তিবর্গ৷ ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে এই মেলা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন কলকাতার দেব সাহিত্য কুটিরের প্রবীর মজুমদার, পত্র ভারতী প্রকাশনার প্রধান ত্রিদিব চট্টোপাধ্যয়, কবি কৃষ্ণা বসু, আনন্দ পাবলিশার্স এর প্রধান সুবীর মিত্র এবং জয়ীতা মিত্র৷

NO FLASH Frankfurter Buchmesse Bücherstapel
উন্নত প্রযুক্তির দেশগুলিতে কীভাবে বদলাচ্ছে বই, তার চেহারাটা বুঝতে পারা যায় এখানে গেলে...ছবি: AP

এই বইমেলাকে মানবতার মেলা, সংস্কৃতির মেলা ও সাহিত্যসেবীদের মিলন মেলা বলে মন্তব্য করলেন তাঁরা৷ এছাড়া পৃথিবীর নানা ভাষা, নানা আদর্শ, চিন্তা, চেতনা, ভাবনা ও দর্শনের মানুষের সংগম স্থল বলেও মনে করেন মেলায় উপস্থিত বইপ্রেমীরা৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই, সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য