1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে মার্কিন শিক্ষার্থীর উপর অ্যাসিড হামলা

১৮ সেপ্টেম্বর ২০১৭

দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরের একটি রেল স্টেশনে চার মার্কিন শিক্ষার্থীর উপর অ্যাসিড হামলা চালিয়েছে এক ফরাসি নাগরিক৷ ৪১ বছর বয়সি হামলকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/2kC6u
Frankreich Bahnhof Marseille Saint-Charles
ফ্রান্সের এই স্টেশন অ্যাসিড হামলার ঘটনাটি ঘটেছেছবি: picture alliance/Arco Images/G. Thielmann

রবিবার সকালের ঐ ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছে ফরাসি কর্তৃপক্ষ৷ অতীতে হামলাকারীর মানসিক সমস্যা ছিল বলে বার্তা সংস্থা এপি'কে জানিয়েছেন তদন্ত সম্পর্কে জ্ঞাত এক ব্যক্তি৷ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে হামলাকারীর কোনো সংযোগ ছিল না বলেও জানান তিনি৷

এদিকে, আঞ্চলিক এক পত্রিকা জানিয়েছে, হামলার পর হামলাকারী ঐ নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি৷

হামলায় আহতরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত বস্টন কলেজ নামের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত চারজনের তিনজন বিশ্ববিদ্যালয়ের প্যারিস প্রোগ্রামের শিক্ষার্থী৷ বস্টন কলেজের আন্তর্জাতিক প্রোগ্রামের প্রধান নিক গোজিক বলেছেন, ‘‘মনে হচ্ছে, শিক্ষার্থীরা ভালো আছে৷ তবে তাদের আরও চিকিৎসা প্রয়োজন৷’’

মার্সেই শহরের প্রোসিকিউটর অফিসের এক মুখপাত্র এপি'কে জানিয়েছেন, ঘটনার পর হামলাকারী সন্ত্রাসী কোনো হুমকি বা ঘোষণা দেয়নি৷

আহতদের একজন মিশেল ক্রুগ হামলাকারীর জন্য দোয়া চেয়েছেন৷ রবিবার বিকালে ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘‘কেউ ইচ্ছে করে মানসিকভাবে অসুস্থ হয় না৷ তাই তাঁকে দুষ্কৃতকারী সাজানো ঠিক হবে না৷’’ এই হামলার পরও তিনি ফ্রান্সে লেখাপড়া করার ‘অপূর্ব সুযোগ’ কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন৷

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা কয়েকটি হামলার ঘটনা ঘটেছে৷

জেডএইচ/এসিবি (এপি, ডিপিএ)