1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে শিক্ষক হত্যা মামলায় ৬ টিনএজারের বিচার শুরু

২৭ নভেম্বর ২০২৩

প্যারিসে ২০২০ সালে স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ছয়জন টিনএজারের বিচার শুরু হয়েছে৷ ৪৭ বছর বয়সি ঐ শিক্ষককে ছুরিকাঘাত করার পর তার মস্তক বিচ্ছিন্ন করা হয়েছিল৷

https://p.dw.com/p/4ZTgH
নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটির স্মরণে নির্মিত একটি ফলক৷
স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে ছুরিকাঘাত করার পর তার মস্তক বিচ্ছিন্ন করা হয়েছিল৷ছবি: Bertrand Guay/REUTERS

প্যাটির হামলাকারী ১৮ বছর বয়সি চেচেন শরণার্থী আব্দুল্লাখ আনজরভ ঘটনাস্থলে পুলিশের গুলিতে প্রাণ হারায়৷

ইতিহাস ও ভূগোলের শিক্ষক প্যাটি শ্রেণিকক্ষে হাস্যরস বিষয়ক ম্যাগাজিন শার্লি এব্দোতে মহানবিকে নিয়ে প্রকাশিত কার্টুন দেখিয়েছেন- সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে হত্যা করা হয়৷ ফ্রান্সে বাকস্বাধীনতা আইন নিয়ে আলোচনার সময় প্যাটি এই ম্যাগাজিন ব্যবহার করেছিলেন৷ ফ্রান্সে ধর্মঅবমাননা বৈধ এবং ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে হাস্যরসের দীর্ঘ ইতিহাস রয়েছে৷

প্যাটি হত্যার কয়েক সপ্তাহ আগে শার্লি এব্দোতে ঐ কার্টুনগুলো আবার ছাপা হয়েছিল৷ ২০১৫ সালে কার্টুনগুলো প্রথমবার প্রকাশের পর বন্দুকধারীরা শার্লি এব্দোর কার্যালয়ে ঢুকে ১২ জনকে হত্যা করেছিল৷

যে ছয় টিনএজারের বিচার চলছে, তাদের মধ্যে পাঁচজনের বয়স প্যাটি হত্যাকাণ্ডের সময় ১৪ বা ১৫ ছিল৷ কিশোর আদালতে তাদের বিচার চলবে৷ তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে হত্যাকারীকে প্যাটিকে চিনিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷      

এদিকে ষষ্ঠ টিনএজার, যার বয়স হত্যাকাণ্ডের সময় ১৩ ছিল, তার বিরুদ্ধে অভিযোগ, সে বলেছিল, প্যাটি নাকি কার্টুনগুলো দেখানোর সময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থাকা মুসলিমদের শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যেতে বলেছিলেন৷

জিজ্ঞাসাবাদের সময় টিনএজাররা দাবি করেছে, তারা ভেবেছিল প্যাটিকে হয়ত সামাজিক মাধ্যমে অপদস্থ করা হতে পারে কিংবা প্রহার করা হতে পারে৷ এটি যে হত্যা পর্যন্ত গড়াতে পারে তা তারা কখনও ভাবেনি বলে দাবি করেছে৷

অভিযুক্ত ছয়জন এখন হাইস্কুলে পড়ছে৷ অপরাধ প্রমাণিত হলে তাদের আড়াই বছরের কারাদণ্ড হতে পারে৷

বিচার প্রক্রিয়া ২৭ নভেম্বর শুরু হচ্ছে, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত৷

জেডএইচ/এসিবি (এএফপি)

২০২০ সালের অক্টোবরের ছবিঘরটি দেখুন...