1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্লাইট নিষেধাজ্ঞায় আরো সাত দেশ

২ জুন ২০২১

করোনা সংক্রমণের মধ্যে আরো সাতটি দেশের সঙ্গে শুক্রবার থেকে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করেছে৷

https://p.dw.com/p/3uJy2
ছবি: picture-alliance/NurPhoto/S. Ramany

 ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ৷ আগে থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা চারটি দেশসহ এখন মোট ১১টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে৷ ৪ জুন রাত ১২টা ১ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে৷

নিষেধাজ্ঞায় নতুন যুক্ত দেশগুলো, বাহরাইন, বলিভিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ের নাম৷ আগে থেকে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত ও নেপাল৷ মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা ও টিউনিসিয়ায় থাকা ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে৷

বেবিচকের প্রজ্ঞাপনে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো থেকে আপাতত কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এবং কোনো বাংলাদেশিও এসব দেশে যেতে পারবে না৷ তবে কোনো অনাবাসী বাংলাদেশি বা প্রবাসী কর্মী যারা গত ১৫ দিনে এসব দেশে গিয়েছেন তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন৷ এক্ষেত্রে তাদের বাধ্যতামূলকভাবে সরকার মনোনীত কোনো প্রতিষ্ঠানে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে৷ 

এছাড়া বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোষ্টারিকা, ডেনমার্ক ও গ্রিস- এ ছয়টি দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাদের নিজ খরচে ১৪ দিন বাধ্যতামুলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে৷

এবং কুয়েত ও ওমান থেকে কেউ এলে তাকে ৩ দিন বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে৷ এরপর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ হলে তাদের বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে৷

প্রজ্ঞাপনে জানানো হয়েছে বাংলাদেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করে বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে তবে ১০ বছরের নিচের শিশুদের কোভিড সনদ দেখাতে হবে না৷ বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করলে যাত্রীদের ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার কথা বলেছে বেবিচক৷ 

এদিকে বিদেশগামী ও বিদেশ থেকে আসা উড়োজাহাজে এক সঙ্গে কত যাত্রী পরিবহন করা যাবে সেটাও প্রজ্ঞাপনে নির্ধারণ করে দিয়েছে বেবিচক৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথমে ১৪ এপ্রিল থেকে সব  আন্তর্জাতিক রুটের যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করা হয়৷

১৬ দিন বন্ধ থাকার পর ১লা মে থেকে ১২ টি ছাড়া সব দেশে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক৷ পরে তালিকায় নেপালের নাম যুক্ত হলে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা দাঁড়ায় ১৩৷ 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য