1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বচ্চনের পর ভারতে বাঘ বাঁচাতে এগিয়ে এলেন লিওনার্দো

২৫ সেপ্টেম্বর ২০১০

ভারতে বাঘের সংখ্যা কমে চলেছে৷ তাদের বাঁচাতে সচেতনতা বাড়ানোর কাজে যোগ দিলেন ‘টাইট্যানিক' খ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো দিকাপ্রিও৷

https://p.dw.com/p/PMVy
বাঘ সংরক্ষণে ভারতে আসছেন লিওনার্দোছবি: 2010 Concorde Filmverleih GmbH

শুক্রবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে দিকাপ্রিও ও ভারতের পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশের আলাপ হয়৷ ‘কোয়ালিশন অফ রেনফরেস্ট নেশনস' নামের এক রাষ্ট্রজোট এই অনুষ্ঠানের আয়োজন করেছিলো৷ লিওনার্দো ভারতের মন্ত্রীকে বলেন, তিনি ভারতীয় বাঘের সংকট সম্পর্কে গোটা বিশ্বে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান৷ এজন্য তিনি অদূর ভবিষ্যতে ভারতে যাবেন বলেও জানিয়েছেন৷

Flash-Galerie Tiger (Indien)
লুপ্ত হতে বসেছে ভারতীয় বাঘছবি: AP

২০০২ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল প্রায় ৩,৭০০৷ মাত্র ৮ বছরের মধ্যে তা কমে দাঁড়িয়েছে ১,৩৫০৷ ভারতীয় বাঘের অস্তিত্বের এই সংকট সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগে যোগ দিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চনও৷ প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং ২ বছর আগে জঙ্গলে অপরাধ প্রতিরোধ করতে এক বিশেষ দপ্তর প্রতিষ্ঠা করেন৷ চোরাশিকারিদের দমন করতে পুলিশ, পরিবেশবিদ, শুল্ক দপ্তরের বিশেষজ্ঞরা এই দপ্তরে কাজ করে চলেছেন৷ তাছাড়া দেশের বিভিন্ন অভয়ারণ্যে অবসরপ্রাপ্ত সৈন্যদের নিয়ে বিশেষ ‘বাঘ সুরক্ষা বাহিনী' গড়ে তোলা হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক