1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বস্টন নিয়ে নকল ভিডিও!

১৭ এপ্রিল ২০১৩

অনলাইনে এখন কী না হয়! এত দিক থেকে এত রকমের কাণ্ড হতে থাকে যে কখনো কখনো প্রকৃত ঘটনা নিয়েই ছড়িয়ে পড়ে বিভ্রান্তি৷ বস্টনের বিস্ফোরণ নিয়ে একটা ভিডিও প্রচার করা হয়েছে অন্তর্জালে৷ অথচ এখন জানা যাচ্ছে ভিডিওটি নকল!

https://p.dw.com/p/18HCu
ছবি: Reuters

টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা সেথ ম্যাকফার্লানের এ দাবির সত্যতা নিয়ে কারো সংশয় প্রকাশের সুযোগ নেই, কেননা, ভিডিওটি তৈরি করা হয়েছে তাঁর টিভি শো ‘ফ্যামিলি গাই’-এর একটি দৃশ্য কেটেকুটে জোড়া দিয়ে৷ অনুষ্ঠানের পর্বটি প্রচারিত হয়েছে গত মাসে৷ সেটাকে কেটে অন্য কিছু ছবি এবং শব্দ জুড়ে দিয়ে এমন করা হয়েছে যে, দেখে মনে হবে ‘ফ্যামিলি গাই’-এর নায়ক পিটার গ্রিফিন যেন সত্যিই সেখানে ছিলেন, সেলফোন টিপে বিস্ফোরণ দুটো তিনিই ঘটিয়েছেন! অথচ বস্টনের এই মর্মান্তিক ঘটনার জন্য কে দায়ী তা এখনো জানা যায়নি৷ বিভ্রান্তি ছড়ানো বা নিছক মজা করা – যে কারণেই ভিডিওটি প্রচার করা হয়ে থাক, সেথ ম্যাকফার্লানে এর প্রতিবাদ করেছেন তীব্র ভাষায়৷ সঙ্গে এ কথাও জানিয়েছেন, ঘটনাটিকে তিনি নিন্দনীয় মনে করেন এবং তাঁর সহানুভূতি পুরোপুরি ঘটনায় নিহত এবং আহতদের জন্যই৷

সোমবার স্থানীয় সময় দুপুর তিনটা দশ মিনিটের দিকে দু-দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে বস্টনের কেন্দ্রীয় এলাকা৷ সেখানে তখন ম্যারাথন চলছিল৷ টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করছিল ম্যারাথন৷ তাই বিস্ফোরণের ঘটনা এবং বিস্ফোরণের কারণে হতাহতের দৃশ্য, প্রতিযোগীদের আতঙ্ক, আহত-নিহতদের রক্তাক্ত দেহ এখানে ওখানে পড়ে থাকা – সবই সবাই দেখেছেন টেলিভিশনে৷ প্রেসার কুকার বিস্ফোরণে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য