1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি - প্রতিমন্ত্রী

২২ অক্টোবর ২০১১

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্য সুসম্পর্ক জরুরি৷ নয়তো ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটলে তা ভারতের জন্যই ক্ষতির কারণ হবে৷

https://p.dw.com/p/12x4o
Prime Minister Manmohan Singh and his Bangladesh counterpart Sheikh Hasina during a ceremonial reception at Rashtrapati Bhavan in New Delhi Der indische Premierminister Manmohan Singh und die Premierministerin von Bangladesh Sheikh Hasina bei einem Empfang im Rashtrapati Bhavan in der indischen Hauptstadt Neu Delhi
সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরে ড. মনমোহস সিং এর পাশে শেখ হাসিনাছবি: UNI

দুই দিনের সেমিনারের প্রথমদিনে বাংলাদেশ ভারতের সম্পর্কের নানা দিক উঠে আসে৷ উঠে আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানের কথা৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন আঞ্চালিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক অত্যন্ত জরুরী৷ তিনি বলেন পাকিস্তানের কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয়৷ আর তারা ভারতে ঢুকে অশান্তির সৃষ্টি করে৷ আর এরকম পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হলে তা ভারতের জন্যই ক্ষতির কারণ হবে৷

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফরকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেতে যেসব মাকড়শার জাল তৈরি হয়েছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা সরে গেছে৷ তিনি বলেন জিইয়ে রাখা সমস্যাগুলোকে সমাধানে সবাই আন্তরিক হয়েছে৷

সেমিনারের বিশেষ অতিথি ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভার সাবেক স্পিকার হাশিম আব্দুল হালিম বলেন আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর কোন বিকল্প নেই৷ ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে এশিয়ার জন্য অভিন্ন মুদ্রা কাঠামো গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন তিনি৷

সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন ভারত শুধু বাংলাদেশের বন্ধু রাষ্ট্রই নয়, উন্নয়ন সহযোগীও৷ তিনি বলেন আমাদের মর্যাদা রক্ষা করে অবশ্যই ভারতের সঙ্গে সম্পর্কের আরো উন্নয়ন ঘটাতে হবে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান