1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত

১১ জুন ২০১৯

অনেক চেষ্টার পরও ব্রিস্টলের মাঠে টস করতেই নামতে পারলেন না দুই অধিনায়ক৷ ইংল্যান্ডের দুপুর ১টা ৪৮ মিনিটে মাঠ দেখেন আম্পায়াররা৷ এরপরই আসে সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/3KB5e
Regen vor dem Spiel Bangladesch-Sri Lanka
ছবি: DW/A. Islam

দুইদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো৷ তবে প্রচণ্ড বাতাস থাকায় আউটফিল্ডে তেমন একটা পানি জমেনি৷ ফলে কয়েক ঘণ্টা সময় পেলে মাঠ খেলার উপযুক্ত করা যেতে পারে, তেমন আশা ছিল৷

শেষ পর্যন্ত আম্পায়ারদের সিদ্ধান্ত ছিল অন্তত ২০ ওভার হলেও যাতে ম্যাচ খেলা যায়৷ কিন্তু সে আশার গুড়ে বালি দিয়ে সারাদিনই কখনও গুড়ি গুড়ি, কখনও মুষলধারে বৃষ্টি পড়তেই থাকে৷ ফলে ব্রিস্টলের মাঠ পরিচর্যাকারীদেরও আর কিছু করার ছিল না৷

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে বাংলাদেশকে৷ ফলে সেমিফাইনালে যাওয়ার পথ আরো কঠিন হয়ে উঠলো টাইগারদের৷

সেরা চারের একটি হতে হলে বাকি পাঁচ ম্যাচের সবকটিই জয়ের বিকল্প এখন আর টাইগারদের সামনে নেই৷ এখনও অস্ট্রেলিয়া ও ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলা বাকি বাংলাদেশের৷

এডিকে/

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য