1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে অব্যাহত সহায়তা দেবে জার্মানি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ জানুয়ারি ২০০৯

বিশ্ব অর্থনেতিক মন্দার প্রভাব যাতে বাংলাদেশে না পরে সে জন্য সহায়তা অব্যাহত রাখবে জার্মান সরকার৷ তারা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যাবসা-বাণিজ্য বাড়াতে চায়৷ ঢাকা সফররত জার্মান পররাষ্ট্র সচিব রাইনহার্ড জিলবারবার্গ এ কথা জানান৷

https://p.dw.com/p/Ghyi
ঢাকা সফররত জার্মান পররাষ্ট্র সচিব রাইনহার্ড জিলবারবার্গছবি: DW/ Harun-ur-Rashid Swapan

জার্মান পররাষ্ট্র সচিব ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন জার্মান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারকে শুভেচ্ছা জানাতে৷ তিনি বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন৷ দুপুরে বৈঠক করেন তিনি পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের সঙ্গে৷ বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করেন৷

এরপর এক প্রেস ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও জার্মানি বেশ কিছু বিষয়ে এক সঙ্গে কাজ করতে চায়৷ বাড়াতে চায় বিনিয়োগ ও বাণিজ্য৷ আর বিনিয়োগের খাত হিসেবে তাদের পছন্দ জ্বালানি, জনস্বাস্থ্য ও পরিবেশ৷ তিনি বলেন, আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং ইউরোপীয় ইউনিয়নকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে৷ জার্মানি ও বাংলাদেশের মধ্যে বেশ কিছু সাধারণ ক্ষেত্র রয়েছে যেখানে আমরা এক সঙ্গে কাজ করতে পারি৷ আমার বাংলাদেশ সফর নতুন নির্বাচিত সরকারকে সমর্থন দেয়ার জন্য৷ জার্মানি এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এই নতুন যাত্রায় সহায়তা করবে৷

Reinhard Silberberg
রাইনহার্ড জিলবারবার্গ বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে সে ব্যাপারে সহায়তা অব্যাহত রাখবে জার্মান সরকার৷ছবি: DW/ Harun-ur-Rashid Swapan

রাইনহার্ড জিলবারবার্গ বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে সে ব্যাপারে সহায়তা অব্যাহত রাখবে জার্মান সরকার৷ তিনি বলেন, জার্মানি যে সব দেশের সঙ্গে কাজ করবে তারা যেন অর্থনেতিক মন্দায় ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ এ জন্য আমার সরকার বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে৷ যাতে বাংলাদেশ তার সহস্রাব্দের লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হয়৷

যুদ্ধাপরাধীদের বিচারে জার্মান সরকার বাংলাদেশকে সহায়তা করবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি জাতীয় বিষয়; তবে আমরা সহায়তা করতে সক্ষম৷ তিনি বলেন, এটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়৷ এটি নিয়ে জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা হতে পারে৷ তবে আমাদের যদি কোন সহায়তা দিতে হয় তা আমরা পারবো৷

বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, অত্যন্ত খোলামেলা ও আন্তরিক পরিবেশে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ অনেক খোলামেলা ও কার্যকর আলোচনা হয়েছে৷ তিনি বলেন, এর আগেও তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি বাংলাদেশের বন্ধু৷ আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, জানান জিলবারবার্গ৷

ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্র সচিব বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করা তার কাজ নয়৷

ব্রিফিংয়ে জার্মান রাষ্ট্রদূত ফ্রাংক মাইকেও উপস্থিত ছিলেন৷ ৩ দিনের সফর শেষে বৃহষ্পতিবার ঢাকা ত্যাগ করবেন জার্মান পররাষ্ট্র সচিব৷ উল্লেখ্য, রাইনহার্ড জিলবারবার্গ আশির দশকে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ছিলেন৷