1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশী জাহাজ ও নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে

৬ ডিসেম্বর ২০১০

সেমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে এবার বাংলাদেশের জাহাজ৷ জাহাজে ক্যাপ্টেনসহ ২৬ জন নাবিক রয়েছেন৷ তাদের ভাগ্যে কি ঘটেছে এখনো জানা যায়নি৷

https://p.dw.com/p/QQnS
এমভি মনি নামের সেই জাহাজটিছবি: DW

প্রায় ৪৩ হাজার টন নিকেল কাঁচামাল ও ২৬ জন নাবিক নিয়ে বাংলাদেশী বেসরকারি মালিকানাধীন এমভি মনি নামের জাহাজটি রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে আরব সাগর থেকে ছিনতাই হয়৷ স্যাটেলাইটে পাওয়া ছবি অনুসারে জাহাজটি ঘন্টায় ৯ নটিক্যাল মাইল বেগে সোমালিয়ার দিকে এগিয়ে যাচ্ছে৷ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি জানান, জাহাজটির অবস্থান বাংলাদেশ সরকার জানতে পেরেছে৷ ছিনতাই হওয়া জাহাজ ও নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে৷ ভারতীয় কোষ্ট গার্ডও জাহাজটির গতিবিধি পর্যবেক্ষন করছে৷ তবে রক্তপাত এড়িয়ে তাদের উদ্ধার করার চেষ্টার কারণে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়া হচ্ছে৷

নৌমন্ত্রী জানান, আন্তর্জাতিক নিয়ম মেনে সহযোগিতার জন্য সব দেশে বার্তা পাঠান হয়েছে৷ যোগাযোগ রক্ষা করা হচ্ছে সিঙ্গাপুর এবং দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে ৷তিনি জানান, সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি ছিনতাই করেছে৷ জাহাজের মালামাল বিক্রি এবং মুক্তিপণ আদায় এর উদ্দেশ্য৷ তবে জলদস্যুরা এখনো মুক্তিপণের দাবি জানায়নি৷

নৌমন্ত্রী জানান, চলতি বছরে এ নিয়ে বিভিন্ন দেশের ৩১ টি জাহাজ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে৷ এর আগে বিদেশী জাহাজে বাংলাদেশী ২ জন নাবিক জলদস্যুদের কবলে পড়লেও বাংলাদেশী কোন জাহাজ এই প্রথম জলদস্যুদের কবলে পড়ল৷ কবির শিপিং গ্রুপের এই জাহাজটি ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাচ্ছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক