1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমিউনিটি রেডিও

১৪ ফেব্রুয়ারি ২০১২

৬ মাস আগে যাত্রা শুরু করলেও বাংলাদেশে কমিউনিটি রেডিও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সাড়া ফেলেছে৷ এই কমিউনিটি রেডিওর যাত্রাকে আরো সংহত করতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন৷ এই সম্মেলন ঘিরে নিয়া হচ্ছে জোর প্রস্তুতি৷

https://p.dw.com/p/142pR
ছবি: DW

সরকার মোট ১৪টি কমিউনিটি রেডিওকে লাইসেন্স দিলেও এখন পর্যন্ত সম্প্রচারে এসেছে ১১টি৷ বাকি ৩টিও শিগগিরই সম্প্রচার শুরু করবে৷ তবে যেগুলো সম্প্রচারে গেছে তারা কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে৷ বরগুণা লোক বেতার কমিউনিটি রেডিও'র সম্বয়কারী তারেক মাহমুদ ডয়চে ভেলেকে জানান, তাদের রেডিওটি পুরোপুরি স্থানীয় লোকজনের অংশগ্রহণেই পরিচালিত হচ্ছে৷ এমনকি এর পরিচালনা খরচও তারাই বহন করছেন৷ তিনি বলেন, স্থানীয় লোকজনের চাহিদা এবং আগ্রহের দিকে লক্ষ্য রেখেই তারা অনুষ্ঠান এবং খবর প্রচার করছেন৷ আর তা করার আগে তারা রীতিমত গবেষণা করেছেন৷

কমিউনিটি রেডিওগুলোর সমন্বয়কারী সংগঠন বিএনএনআরসি'র প্রধান মো. বজলুর রহমান জানান, সব কমিউনিটি রেডিও হয়তো এখনো বরগুণার লোক বেতারের মত সাফল্য পায়নি, তবে ৬ মাসে অগ্রগতি যথেষ্ট৷ তাই সাবার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরো এগিয়ে যেতে ঢাকায় ২৫, ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি কমিউনিটি রেডিও সম্মেলন আয়োজন করা হয়েছে৷

তিনি জানান, এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিটি রেডিওর সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেবেন৷ তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বাংলাদেশের কমিউনিটি রেডিও লাভবান হবে৷

সম্মেলনকে সফল করতে ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি বৈঠক হয়েছে ঢাকায়৷ তাতে কমিউনিটি রেডিও ছাড়াও মিডিয়া ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য